নতুন Microsoft Surface ল্যাপটপ এবার আপনি অর্ডার করতে পারবেন, এক চার্জে দিনভর ব্যবহার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 23, 2023 | 6:54 PM

Microsoft Surface Laptop Go 3-এর বেস মডেলের দাম যেখানে 79,990 টাকা। ঠিক সেখানেই হাই-এন্ড 16GB RAM এবং 512GB ভ্যারিয়েন্টের দাম 99,990 টাকা। এখন আপনি মাত্র 1,999 টাকাতেই এই ল্যাপটপ অর্ডার করতে পারবেন। এই দামের মধ্যে লেটেস্ট মাইক্রোসফট সারফেস ল্যাপটপটি টক্কর দেবে MacBook Air M2-এর সঙ্গে।

নতুন Microsoft Surface ল্যাপটপ এবার আপনি অর্ডার করতে পারবেন, এক চার্জে দিনভর ব্যবহার
দুর্ধর্ষ ল্যাপটপ মাইক্রোসফটের।

Follow Us

Microsoft কয়েক দিন আগেই তার Surface Laptop Go 3 লঞ্চ করেছে দেশের বাজারে। সেই ল্যাপটপ আপনি এবার প্রি-অর্ডার করতে পারবেন। মূলত, অ্যামাজ়ন, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং বিজয় সেলসের মতো কোম্পানির একাধিক পার্টনার ব্র্যান্ডগুলি থেকেই এই মাইক্রোসফট ল্যাপটপ অর্ডার করতে পারবেন। Surface Laptop Go 3-এর দাম শুরু হচ্ছে 79,990 টাকা থেকে। একাধিক আপ-টু-ডেট ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে এতে। তার মধ্যে রয়েছে 12th Gen Intel কোর প্রসেসর, 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ।

এই দামের মধ্যে লেটেস্ট মাইক্রোসফট সারফেস ল্যাপটপটি টক্কর দেবে MacBook Air M2-এর সঙ্গে। প্রসঙ্গত, সারফেস ল্যাপটপটির বেস মডেলের দাম যেখানে 79,990 টাকা। ঠিক সেখানেই হাই-এন্ড 16GB RAM এবং 512GB ভ্যারিয়েন্টের দাম 99,990 টাকা। এখন আপনি মাত্র 1,999 টাকাতেই এই ল্যাপটপ অর্ডার করতে পারবেন।

Surface Laptop Go 3-এর গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে একটি 12.4 ইঞ্চির পিক্সেলসেন্স স্ক্রিন, যার অ্যাসপেক্ট রেশিও 3:2। টর্চ ইনপুট রয়েছে, তার সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশনও দেওয়া হয়েছে। Intel Core i5-1235U প্রসেসর দ্বারা চালিত এই ল্যাপটপ।

ওজনে খুবই হাল্কা এই ল্যাপটপ, মাত্র 1.13 KG। দুটি পোর্ট রয়েছে, তার একটি USB-C 3.2 এবং অপরটি USB-A 3.1। একটি হেডফোন জ্যাক এবং একটি সারফেস কানেক্ট পোর্ট দেওয়া হয়েছে চার্জিংয়ের জন্য। 39W ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে এই ল্যাপটপ। অ্যালুমিনিয়ম টপ রয়েছে এতে, তার পাশাপাশিই আবার অ্যালুমিনিয়াম ও পলিকার্বোনেট কম্পোজ়িট রেজ়িন সিস্টেমের গ্লাস ফাইবার থাকছে। ফলে ল্যাপটপটি হাত থেকে পড়ে গেলেও কোনও ভাবে তা ভাঙবে না স্ক্র্যাচও দেখা যাবে না।

ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য এতে রয়েছে Bluetooth 5.1। রয়েছে Wi-Fi 6-এর সাপোর্টও। চমৎকার একটি 720p ওয়েব ক্যামেরা দেওয়া হয়েছে। Windows 11 অপারেটিং সিস্টেম ও তার সঙ্গে Microsoft 365 অ্যাপও রয়েছে, যা আপনি 30 দিনের ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারবেন। ল্যাপটপের পাওয়ার বাটনটিকে Windows Hello পাওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজে লাগাতে পারবেন। এক চার্জে এই ল্যাপটপ 15 ঘণ্টার ব্যাটারি জীবন দিতে পারে।

Next Article