আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ই-কমার্স সাইটে চলা ফেস্টিভ সেলগুলি শেষ হয়ে যাবে। তাই তার আগেই স্মার্টওয়াচ কেনার প্ল্যান করে থাকলে কিনে ফেলুন। কারণ Flipkart-এর ফেস্টিভ সিজন সেলে অনেক কম দামে আপনি স্মার্টওয়াচ কিনে নিতে পারবেন। এমনকি সেই সব স্মার্টওয়াচে আপনি SpO2, রক্তের অক্সিজেন মিটার, স্পোর্টস মোড, স্লিপিং মনিটরের মতো দুর্দান্ত সব হেলথ ফিচার পাবেন।
boAt Storm call
boAt Storm Call স্মার্টওয়াচটি আপনি 1799 টাকায় কিনে নিতে পারবেন। এতে রয়েছে 1.69-ইঞ্চি এইচডি ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার, 550 নিট উজ্জ্বলতা, 150টিরও বেশি ওয়াচ ফেস, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে এমন অনেক ফিচার আপনি এতে পেয়ে যাবেন। এছাড়াও আপনি পাবেন SpO2, রক্তের অক্সিজেন মিটার, স্পোর্টস মোড, স্লিপিং মনিটর সহ আরও অনেক ফিচার।
Noise Vision 3
Noise Vision 3 Flipkart-এ 2799 টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে 1.96-ইঞ্চি AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার। এই স্মার্টওয়াচটিতে আপনি অনেক দুর্দান্ত ফিচার পাবেন, যার মধ্যে রয়েছে SpO2, রক্তের অক্সিজেন মিটার, স্পোর্টস মোড, স্লিপিং মনিটর।
Fire-Boltt Commando
ফায়ার-বোল্ট কমান্ডোর দাম 1999 টাকা। এতে একটি 1.95-ইঞ্চি AMOLED ডিসপ্লে, BT কলিং অর্থাৎ ব্লুটুথ কলিং ফিচার, 120টির বেশি স্পোর্টস মোড এবং আরও অনেক হেলথ ফিচার আছে। পুরো চার্জে সাত দিনের ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। আপনি এই স্মার্টওয়াচটিতে অনেক দুর্দান্ত ফিচার পাবেন, যার মধ্যে আপনি পাবেন SpO2, রক্তের অক্সিজেন মিটার, স্পোর্টস মোড, স্লিপিং মনিটর।
Noise Force Plus
Noise Force Plus স্মার্টওয়াচটি আপনি মাত্র 2199 টাকায় কিনতে পারবেন। এতে রয়েছে 1.46-ইঞ্চি AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার, 120টিরও বেশি স্পোর্টস মোড। এছাড়াও আপনি এতে অনেক হেলথ ফিচার পেয়ে যাবেন, যা সারাদিন আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে।