Affordable Car Accessory: বিগত কয়েক বছরে মানুষের জীবন ও জীবনযাত্রা অনেকখানিই সহজ করেছে Reliance Jio। দেশের এক নম্বর টেলিকম সংস্থা হিসেবে নানাবিধ প্ল্যান তো রয়েইছে। পাশাপাশি মুকেশ আম্বানির সংস্থাটি একাধিক গ্যাজেটসও লঞ্চ করেছে, সেগুলির দাম যেমন কম, বিভিন্ন দিক থেকে মানুষের কাজে লেগেছে। ফের একটি চিত্তাকর্ষক ডিভাইস নিয়ে হাজির হল Jio। ছোট্ট একটি OBD (আউটবাউন্ড ডায়ালার) ডিভাইস, যা মুহূর্তের মধ্যে আপনার গাড়িটিকে স্মার্ট বানিয়ে দেবে। বুঝতে পারছেন তো, সেই Jio ডিভাইসের কী অপরিসীম ক্ষমতা! ছোট্ট সেই স্মার্ট ডিভাইসের নাম JioMotive।
JioMotive কী, কোম্পানি কী বলছে
এই JioMotive ডিভাইস সম্পর্কে রিলায়েন্স জিও-র তরফ থেকে বলা হচ্ছে, “আজকাল বেশির ভাগ স্মার্টফোন মডেলেই থাকে ইন্টারনেট কানেক্টিভিটি, যা ব্যবহারকারীদের গাড়ির অভ্যন্তরীণ, অবস্থান, ইঞ্জিনের স্বাস্থ্য, এমনকি ড্রাইভিং কর্মক্ষমতা সব একাধিক বিষয়ের অ্যাক্সেস নিতে দেয়। কিন্তু আপনি যদি একটি পুরনো একটা গাড়ি চালান বা নতুন গাড়ির এক্কেবারে বেস মডেলটি থাকে আপনার কাছে, তখন? এই JioMotive-এর সাহায্যে আপনার গাড়িতেই একাধিক স্মার্ট ফিচার্স পেয়ে যাবেন, তার জন্য জটিল কোনও তারের সঙ্গে সংযুক্তিকরণের প্রয়োজন হবে না।”
JioMotive: ফিচার্স কী রয়েছে
রিয়্যাল-টাইম ভেহিকল ট্র্যাকিং – আপনার গাড়ির রিয়্যাল-টাইম লোকেশন এবং মুভমেন্ট তৎক্ষণাৎ দেখতে পারবেন। আপনার কোনও বন্ধু বা আত্মীয়ও যদি আপনার গাড়িটি ব্যবহার করেন, সেক্ষেত্রে সব তথ্য নিখুঁত ভাবে জানতে পারবেন।
ই-সিম – আপনার মোবাইলে যে ডেটা প্ল্যান রয়েছে, তার সাহায্য নিয়েই এটি সমস্ত তথ্য আপনাকে দিতে পারে। অর্থাৎ JioMotive ব্যবহার করতে আপনার আর আলাদা করে কোনও সিম কার্ড বা ডেটা প্ল্যানের প্রয়োজন হবে না।
জিও ফেন্সিং – এর সাহায্যে জিওমোটিভ ব্যবহারকারীরা ম্যাপে ভার্চুয়াল বাউন্ডারি বা এলাকা তৈরি করতে পারবেন। তাঁদের গাড়ি যখন সেই ভার্চুয়াল বাউন্ডারি বা এলাকা ক্রস করবে, তখন ব্যবহারকারীরা একটা অ্যালার্ট পেয়ে যাবেন।
টাইম ফেন্স – নির্দিষ্ট একটা সময়েরও বেশি সময় ধরে যদি কারও গাড়ি অন করা থাকে, তাহলে ব্যক্তির কাছে নোটিফিকেশন পাঠিয়ে দেয় ডিভাইসটি। তার মধ্যে দিয়ে ডিভাইসটি নিশ্চিত করে যে, ব্যবহারকারী বা গাড়িমালিকের অজান্তে তাঁর গাড়ি চালিত হচ্ছে কি না।
এছাড়াও রয়েছে আরও বেশ কিছু জরুরি ফিচার্স যেমন, হেলথ্ স্টেটাস মনিটরিং (গাড়ির স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি), ট্রিপ ট্র্যাকার এবং ড্রাইভিং পারফরম্যান্স অ্যানালিসিস।
JioMotive: কীভাবে সেট আপ করবেন
JioMotive ডিভাইসটি সেটআপ করাও খুব সহজ। প্লাগ অ্যান্ড প্লে-র মাধ্যমে এটি কাজ করে। অর্থাৎ কেবল প্লাগ ইন করলেই ডিভাইসটি চালাতে পারবেন। খুব সহজে বলতে গেলে, জিওমোটিভ সেটআপ করতে কোনও এক্সপার্টের দরকার হবে না।
JioMotive: ডিভাইসের দাম
JioMotive ডিভাইসটি লঞ্চ করা হয়েছে 11,999 টাকায়। তবে এই ওরিজিনাল দামের উপরে থাকছে 58% ছাড়। ফলে, ডিভাইসটি আপনি পেয়ে যাবেন মাত্র 4999 টাকায়। তবে এই অফার পাবেন একমাত্র রিলায়েন্স ডিজিটালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।