Reliance Jio তার আপগ্রেডড JioBook ল্যাপটপ লঞ্চ করল 4G LTE সাপোর্ট সহযোগে। ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্টেড এই ল্যাপটপের স্ট্যান্ড আউট ফিচারের মধ্যে রয়েছে ইনফিনিটি কিবোর্ড, JioBIAN Linux-বেসড কোডিং সফটওয়্যার, একটি ইন্টিগ্রেটেড চ্যাটবট এবং JioTV অ্যাপের মাধ্যমে এডুকেশনাল কনটেন্টের অ্যাক্সেস ও তার পাশাপাশি Jio CloudGames এর সুবাদে গেমিংয়ের অ্যাক্সেস। সবথেকে আকর্ষণীয় দিক হল এই লেটেস্ট JioBook ল্যাপটপের দাম। মাত্র 16,499 টাকাতেই এই ল্যাপটপ আপনি ক্রয় করতে পারবেন। রিলায়েন্স রিটেলের অনলাইন এবং অফলাইন দুই জায়গা থেকেই ল্যাপটপটি ক্রয় করতে পারবেন। পাশাপাশি Amazon থেকেও এই ল্যাপটপ ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
2023 JioBook ল্যাপটপ নিয়ে আসা হয়েছে মূলত পড়ুয়া, কোডার এবং নিজস্ব কোম্পানি খুলছেন এমন মানুষজন বা ট্রেডিংয়ের জগতে আসছেন এমন লোকজনের জন্য। লেটেস্ট ল্যাপটপ সম্পর্কে রিলায়েন্স রিটেলের এক মুখপাত্র বলছেন, “এক্কেবারে নতুন JioBook হল আমাদের সর্বশেষ অফার যা সব বয়সের শিক্ষার্থীদের জন্য এর উন্নত বৈশিষ্ট্য এবং নিরবচ্ছিন্ন সংযোগের বিকল্পগুলির সঙ্গে অফার করে। আমরা বিশ্বাস করি, JioBook মানুষের শেখার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে, জ্ঞানার্জন এবং দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ খুলে দেবে।”
পাওয়ারের জন্য এই নতুন JioBook ল্যাপটপে রয়েছে 2GHz অক্টা-কোর প্রসেসর, যা পেয়ার করা থাকছে 4GB RAM এবং 64GB স্টোরেজের সঙ্গে। এই স্টোরেজ আবার 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে। কানেক্টিভিটি অপশনের দিক থেকে মাল্টি-জেসচার ট্র্যাকপ্যাড এবং ইন-বিল্ট USB/HDMI পোর্ট রয়েছে এতে। 11.6 ইঞ্চির একটি অ্যান্টি-গ্লেয়ার HD ডিসপ্লে রয়েছে এতে, যা JioOS অর্থাৎ রিলায়েন্স জিও-র নিজস্ব অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে।
JioBook ল্যাপটপের প্রথম এডিশনটি লঞ্চ করা হয়েছিল 2022 সালের অক্টোবর মাসে। সে সময় এই ল্যাপটপের দাম ছিল 15,799। অফারে এই দাম হলেও আসলে রিটেলে তার দাম ছিল 35,605 টাকা। তবে এক বছর যেতে না যেতেই প্রোডাক্ট ক্যাটেগরি থেকে মডেলটিকে সরিয়ে নিল রিলায়েন্স জিও।
তবে আগের থেকে এই বারে JioBook ল্যাপটপে বেশ কিছু অতিরিক্ত ফিচার দিয়েছে Reliance Jio। সেই তালিকায় রয়েছে 100GB ফ্রি ক্লাউড স্টোরেজ এবং এক বছরের QuickHeal অ্যান্টিভাইরাস প্রোটেকশন সফটওয়্যার সম্পূর্ণ বিনামূল্যে। আর একটা উল্লেখযোগ্য বিষয় হল এই ল্যাপটপটি একটি কোডিং রেডি মডেল, যা C/C++, Java, Python, এবং Pearl এর মতো একাধিক কোডিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে।