Amazfit Bip 5 নামক একটি দুর্ধর্ষ স্মার্টওয়াচ লঞ্চ হল ভারতে। দামের নিরিখে এই স্মার্টওয়াচকে প্রিমিয়াম ক্যাটেগরিতে রাখা যেতে পারে। Amazfit Bip 5 এর দাম দেশের বাজারে 7,500 টাকা। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই স্মার্টওয়াচে রয়েছে 1.91 ইঞ্চির LCD ডিসপ্লে। এই ডিসপ্লে আবার 2.5D ট্যাম্পার্ড গ্লাস দ্বারা সুরক্ষিত, অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিংও দেওয়া হয়েছে। 300mAh ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে, যা এক চার্জে 10 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।
Amazfit Bip 5: দাম, কোথায় পাওয়া যাবে
Amazfit Bip 5 স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করা হয়েছে 7,499 টাকায়। কেবল মাত্র Amazon থেকেই স্মার্টওয়াচটি ক্রয় করা যাবে। ক্রিম হোয়াইট, প্যাস্টেল পিঙ্ক এবং সফ্ট ব্ল্যাক এই তিনটে রঙে স্মার্টওয়াচটি কিনতে পারবেন।
Amazfit Bip 5: স্পেসিফিকেশন, ফিচার
নতুন Amazfit Bip 5 স্মার্টওয়াচে রয়েছে 1.91 ইঞ্চির LCD টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজ়োলিউশন 320×380 পিক্সেল। এই ডিসপ্লেতে রয়েছে 2.5D ট্যাম্পার্ড গ্লাস এবং অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং। ব্লুটুথ কলিং সাপোর্টের পাশাপাশি জিপিএস ট্র্যাকিং এবং রুট নেভিগেশনের মতো ফিচার্সও রয়েছে।
120টি স্পোর্টস মোড ট্র্যাক করতে পারে স্মার্টওয়াচটি, যার মধ্যে রয়েছে সাইক্লিং, রানিং, ওয়াকিং এবং সুইমিংয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। সেই সঙ্গে আবার রয়েছে ব্লাড অক্সিজেন সেন্সর, হার্ট রেট ট্র্যাকার এবং স্ট্রেস মনিটরিং, যা বায়োট্র্যাকার 3 সেন্সর ব্যবহার করবে। তাছাড়া 70টি কাস্টমাইজ়েবল ওয়াচ ফেসও অফার করছে স্মার্টওয়াচটি। মিনি-অ্যাপসের বিরাট রেঞ্জ রয়েছে, 30টিরও বেশ মিনি-গেমসও রয়েছে এতে।
অতিরিক্ত ফিচারের মধ্যে এই স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার, যা ব্লুটুথ কানেক্টেড স্মার্টফোন থেকে কল রিসিভের জন্য কাজে লাগতে পারে। পাশাপাশি মিউজ়িক কন্ট্রোল, ইভেন্ট রিমাইন্ডার, টু-ডু লিস্ট, স্মার্ট নোটিফিকেশন এবং ফাইন্ড মাই ফোনের মতো একাধিক জরুরি ফিচার্স রয়েছে স্মার্টওয়াচটিতে।
Amazfit Bip 5 স্মার্টওয়াচে রয়েছে একটি 300mAh ব্যাটারি, যা এক চার্জে 10 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। ঘড়িটির ওজন মাত্র 40 গ্রাম। Zepp OS 2.0 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই স্মার্টওয়াচ, যা গুগল ফিট এবং অ্যাপল হেলথ সাপোর্ট করে।