6GB ব়্যাম আর 256GB স্টোরেজ দিয়ে ট্যাব লঞ্চ করল Lenovo, লুক দেখলেই অর্ডার করবেন আপনি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 01, 2023 | 6:30 PM

Lenovo Tab P12 Price: প্রসেসরের দিকে বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। ট্যাব P12-তে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7020 চিপসেটের সাপোর্ট রয়েছে। Lenovo Tab P12 ট্যাবলেটটিতে একটি 12.7-ইঞ্চি LTPS ডিসপ্লে রয়েছে।

6GB ব়্যাম আর 256GB স্টোরেজ দিয়ে ট্যাব লঞ্চ করল Lenovo, লুক দেখলেই অর্ডার করবেন আপনি

Follow Us

Lenovo ভারতে একটি নতুন Android ট্যাবলেট ট্যাব P12 লঞ্চ করেছে। আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন, তাহলে ইতিমধ্যেই এই নকুন ট্যাবটি কিনে ফেলতে পারবেন। কিন্তু তার আগে জেনে নেওয়া প্রয়োজন, এই নতুন Lenovo-এর ল্যাপটপে কী কী বিশেষত্ব রয়েছে? আর আপনি এটি কোথা থেকে কিনবেন, দাম কত, সমস্ত কিছু।

Lenovo Tab P12-এর ফিচার ও স্পেসিফিকেশন:

প্রসেসরের দিকে বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। ট্যাব P12-তে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7020 চিপসেটের সাপোর্ট রয়েছে। Lenovo Tab P12 ট্যাবলেটটিতে একটি 12.7-ইঞ্চি LTPS ডিসপ্লে রয়েছে। ট্যাবলেটটিতে 400 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি 60Hz রিফ্রেশ রেট সহ বাজারে আনা হয়েছে। আর এতে কর্নিং গরিলা গ্লাস 3 সুরক্ষা এবং ডলবি অ্যাটমস সাপোর্ট সহ JBL টিউনড কোয়াড স্পিকার সেটআপ দেওয়া হয়েছে।

স্টোরেজের কথা বললে, Lenovo Tab P12-তে 6GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য SD কার্ড স্লটও পেয়ে যাবেন।

ক্যামেরা ও কানেকশন:

Lenovo এর নতুন ট্যাবলেটে 13MP রিয়ার এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Lenovo Tab P12 কানেক্টিভিটির জন্য WI=FI 6 এবং Bluetooth 5.1 রয়েছে। চার্জের জন্য USB-C 2.0 পোর্ট ডেটা ট্রান্সফার দেওয়া হয়েছে। কিবোর্ড কানেক্ট করার জন্য ট্যাবের পিছনে 3-পয়েন্ট পোগো পিন কানেক্টর সুবিধা পাবেন।

Lenovo Tab P12 কোথা থেকে কিনতে পারবেন?

আপনি এই নতুন ট্যাবটি Lenovo এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart থেকে কিনতে পারবেন। দামের কথা বললে, Lenovo Tab P12 এর সিঙ্গেল স্টোরেজ এবং RAM ভ্যারিয়েন্ট 34,999 টাকায় কেনা যাবে। আপনি Lenovo Tab P12-এর সঙ্গে Lenovo Tab Pen Plus পাবেন। Lenovo Tab Pen Plus Nebo এবং MyScript ক্যালকুলেটর অ্যাপের জন্য ব্যবহার করতে পারবেন।

Next Article