সস্তায় Amazfit Cheetah Square হাজির, হুবহু Apple Watch এর মতো লুক, অলওয়েজ় অন ডিসপ্লে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 17, 2023 | 3:44 PM

Always On Display Smartwatch: গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে অলওয়েজ় অন ডিসপ্লে, 100টি প্রি-লোডেড ওয়াচ ফেস-সহ আরও অনেক কিছু। সংস্থার তরফে জানানো হয়েছে, Amazfit Cheetah Square স্মার্টওয়াচে 150টি স্পোর্টস মোড এবং তার সঙ্গে Amazon Alexa সাপোর্ট দেওয়া হয়েছে।

সস্তায় Amazfit Cheetah Square হাজির, হুবহু Apple Watch এর মতো লুক, অলওয়েজ় অন ডিসপ্লে
দুর্ধর্ষ এক স্মার্টওয়াচ।

Follow Us

Amazfit ভারতে একটি ব্র্যান্ড-নিউ স্মার্টওয়াচ নিয়ে এসেছে। লেটেস্ট স্মার্টওয়াচটি যোগ করা হয়েছে Cheetah লাইনআপে, নাম Amazfit Cheetah Square। একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে এই স্মার্টওয়াচে, দামও বেশ কম।

Amazfit Cheetah Square: স্পেসিফিকেশন

লেটেস্ট স্মার্টওয়াচে স্কোয়্যার ডিজ়াইন রয়েছে, নাম শুনেই তা পরিষ্কার। 1.75 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজ়োলিউশন 450 x 390 পিক্সেলস। এই ডিসপ্লে 1,000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে অলওয়েজ় অন ডিসপ্লে, 100টি প্রি-লোডেড ওয়াচ ফেস-সহ আরও অনেক কিছু। সংস্থার তরফে জানানো হয়েছে, Amazfit Cheetah Square স্মার্টওয়াচে 150টি স্পোর্টস মোড এবং তার সঙ্গে Amazon Alexa সাপোর্ট দেওয়া হয়েছে।

এক চার্জে আট দিনের ব্যাটারি লাইফ দিতে পারে স্মার্টওয়াচটি, যদি 13 ঘণ্টার জিপিএস ট্র্যাকিং এনাবলড্ করা থাকে। স্ট্র্যাপ ছাড়া স্মার্টওয়াচটির ওজন মাত্র 25 গ্রাম এবং 5ATM ওয়াটার রেজ়িস্ট্যান্সের মতো ফিচার রয়েছে এতে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে বায়োট্র্যাকার PPG বায়োমেট্রিক সেন্সর, যা বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত মেট্রিক্স যেমন ব্লাড অক্সিজেন এবং হার্ট রেট ট্র্যাক করতে পারে।

আপাতত এই স্মার্টওয়াচ পাওয়া যাবে উইনারপ শ্যাম্পেন কালার অপশনে। পাশাপাশি ব্রিটেন ও ইউরোপের মার্কেটের জন্যই স্মার্টওয়াচটি এখন নিয়ে আসা হয়েছে। দুই দেশে এই স্মার্ট হাতঘড়ির দাম যথাক্রমে 229.9 পাউন্ড এবং 229.9 ইউরো। ভারতেও স্মার্টওয়াচটি শীঘ্রই আসবে বলে জানা গিয়েছে। অ্যামাজ়ন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্ট হাতঘড়ি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Next Article