Amazfit GTR 2-এর একটি নতুন ভার্সন লঞ্চ হল দেশে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, গুচ্ছের আকর্ষণীয় হেল্থ ও ফিটনেস ফিচার্স দেওয়া হয়েছে এই স্মার্টওয়াচে। তবে অরিজিনাল ভার্সনের থেকে এই নতুন মডেলে বিরাট কিছু একটা ফারাক থাকছে না। বেশ বড় একটি HD AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এই ওয়্যারেবলে। রয়েছে ব্লুটুথ কলিংয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। Amazfit-এর তরফ থেকে দাবি করা হয়েছে একবার চার্জ দিলেই লাগাতার 6 দিনের ব্যাটারি দিতে পারবে চমৎকার এই হাতঘড়িটি। Amazfit GTR 2 (2022) স্মার্টওয়াচের দাম, ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
Amazfit GTR 2 (2022): ভারতে দাম ও উপলব্ধতা
Amazfit-এর এই নতুন হাতঘড়িটি ভারতে লঞ্চ করা হয়েছে 11,999 টাকায়। 23 মে থেকে এই স্মার্টওয়াচ কেনাকাটির জন্য উপলব্ধ হবে। ব্ল্যাক ও গ্রে – এই দুই কালার অপশন রয়েছে। ফ্লিপকার্ট এবং Amazfit-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ঘড়িটি কিনতে পারবেন ক্রেতারা। সীমিত সময়ের জন্য এই স্মার্টওয়াচে থাকছে আকর্ষণীয় অফারও। আর সেই অফারে ঘড়িটি আপনি পেয়ে যাবেন মাত্র 10,999 টাকায়। তবে এই অফারটি আপনি কেবল মাত্র 23 মে অর্থাৎ সেলের দিনই পাবেন।
Amazfit GTR 2 (2022): ফিচার্স ও স্পেসিফিকেশনস
এই স্মার্টওয়াচটি বিক্রি করা হবে স্টেইনলেস স্টিল বা ব্ল্যাক অ্যালুমিনিয়াম অ্যালয় কেসে। রয়েছে একটি 1.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে যা 3D Corning Gorilla গ্লাস দ্বারা সুরক্ষিত। এই স্মার্টওয়াচে একটি রোটেটেবল স্ক্রিন দেওয়া হয়েছে যাতে 50-এরও বেশি ওয়াচ ফেস রয়েছে। ঘড়িটির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে 24 ঘণ্টা হার্ট রেট মনিটরিং, ব্লাড-অক্সিজেন স্যাচুরেশন মেজারমেন্ট, PAI হেলথ অ্যাসেসমেন্ট, স্লিপ কোয়ালিটি মনিটরিং এবং স্ট্রেস লেভেল মনিটরিং।
সংস্থাটির তরফ থেকে দাবি করা হয়েছে, “ইউজারদের হার্ট রেট ডেটা, ট্র্যাকড অ্যাক্টিভিটিজ় এবং অন্যান্য হেল্থ ডেটা সরলীকৃত PAI স্কোরে টার্ন করতে পারে, যার মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন আপনার শরীর কেমন আছে।” অর্থাৎ এই ঘড়ি আপনার হাতে থাকলে প্রাত্যহিক ভিত্তিতে যাচাই করে নিতে পারবেন, শরীর সুস্থ আছে কি না, এই মুহূর্তে কোনও চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়।
প্রায় 90টিরও বেশি বিল্ট-ইন স্পোর্টস মোড রয়েছে ঘড়িটিতে। পাশাপাশি এটি ওয়াটারপ্রুফ এবং 5ATM রেটেডও। এই ফিটনেস ওয়াচে 3GB পর্যন্ত স্টোরেজ স্পেস রয়েছে। এর মাধ্যমে ইউজাররা এই ঘড়িতেই মিউজ়িক ট্র্যাক স্টোর করে শুনতে পারবেন। অর্থাৎ আপনার হাতে যদি এই Amazfit GTR 2 (2022) ঘড়িটি থাকে, তাহলে আর ফোন সঙ্গে না থাকলেও আপনি গান শুনতে পারবেন। এছাড়া হ্যাপটিক ভাইব্রেশন ফিচারটির সাহায্যে গ্রাহকরা কাস্টমাইজ়েবল হ্যাপটিক ফিডব্যাক পেয়ে যাবেন যখন তাঁরা কোনও ফোন কল রিসিভ করবেন বা নোটিফিকেশন পাবেন।
রয়েছে একটি ওয়্যার ডিটেকশন ফাংশনও। এর মাধ্যমে ঘড়িটি লক করে গ্রাহকের প্রাইভেসি সুরক্ষিত রাখথা যাবে। শুধু তাই নয়। আপনি চাইলে অতিরিক্ত নিরাপত্তার জন্য পাসওয়ার্ডও যোগ করতে পারবেন। এই নতুন Amazfit GTR 2 (2022) ঘড়িটিতে বিল্ট-ইন মাইক্রোফোন এবং স্পিকার দেওয়া হয়েছে, যাতে ইউজাররা বলুটুথ কল করতে পারেন। পাশাপাশি কোম্পানিটি অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টও দিয়েছে এই হাতঘড়িতে।