Laptop OFFERS: ল্যাপটপ কেনার চিন্তাভাবনা করছেন? দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে Amazon। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে আপনি Dell-এর একাধিক ল্যাপটপে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। Amazon-এ শুরু হয়েছে Dell Laptop Days। 24 জুন থেকে শুরু হয়ে 27 জুন পর্যন্ত চলবে এই সেল। একাধিক Dell ল্যাপটপ আপনি আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন। প্রত্যেকটি মডেলেরই ব্যাপক চাহিদা রয়েছে, তাদেরও রেটিংও খুব ভাল। আপনার অফিসের কাজ থেকে বাচ্চার পড়াশোনা সবকিছুই খুব সহজে, ঝক্কিহীন ভাবে করে দিতে সক্ষম এই ল্যাপটপগুলি। তার উপরে আপনার কাছে যদি SBI ক্রেডিট কার্ড থাকে, তাহলে EMI লেনদেনে আপনি পেয়ে যেতে পারেন আরও 10% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই ল্যাপটপগুলির দাম ও অফার সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
Dell Inspiron 3511 Laptop
Dell Inspiron সিরিজ়ের এই ল্যাপটপে রয়েছে i3 প্রসেসর, যা আপনাকে আশ্চর্যজনক কাজের অভিজ্ঞতা দিতে পারবে। Windows 11 সাপোর্টেড এই ল্যাপটপের স্ক্রিন সাইজ় 15.6 ইঞ্চি। ওজনে হাল্কা, বড় ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে 8GB RAM এবং 512GB SSD স্টোরেজ। এর ওজন মাত্র 1.8 কেজি, যা প্রতিদিন ব্যবহারের জন্য হাল্কা এবং সেরা অপশন। ল্যাপটপটির দাম 38,350 টাকা। এরপরেও আপনি একাধিক ব্যাঙ্কের অফার পেয়ে যাবেন ল্যাপটপটির সঙ্গে। তার জন্য আপনাকে যেতে হবে Amazon-এর অফিসিয়াল সাইটে।
Dell Vostro 3420 Laptop
এতে রয়েছে 14 ইঞ্চির স্ক্রিন, 12th Gen এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে একটি i3 প্রসেসর। এমন একটি প্রসেসর থাকার ফলে ল্যাপটপটি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। আপনি অনলাইনে খুব দ্রুততার সঙ্গে মাল্টিটাস্কিং করতে পারবেন। 8 GB RAM এবং 512 GB স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। ফুল HD ডিসপ্লে থাকার ফলে ল্যাপটপটিতে সিনেমা বা ওটিটি কনটেন্ট দেখে আপনি অত্যন্ত আনন্দিত হবেন। এই ডেল ভস্ট্রো ল্যাপটপের দাম 41,490 টাকা। আপনি চাইলে EMI অফারে আরও কম দামে ল্যাপটপটি ক্রয় করতে পারবেন।
Dell Vostro 3425 Laptop
একটু বেশি ওজনের ল্যাপটপ এটি, 1.48 কেজির। দুর্দান্ত স্ক্রিন ডিসপ্লে রয়েছে, যার ব্রাইটনেস 250 নিটস। 14 ইঞ্চির ফুল HD ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে AMD Ryzen 5-5500U প্রসেসর, Windows 11 দ্বারা চালিত এই ডেল ভস্ট্রো ল্যাপটপ আপনি ক্রয় করতে পারেন 41,990 টাকা। আপনি EMI অফারেও এই ল্যাপটপ ক্রয় করতে পারেন।
Dell G15 5520 Gaming Laptop
এটি একটি আদ্যোপান্ত গেমিং ল্যাপটপ। ফটো এডিটিং, ভিডিয়ো এডিটিং যাঁরা করেন, তাঁদের জন্য এটি আদর্শ। 15.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে 250 নিটস ব্রাইটনেস দিতে পারে ল্যাপটপটিতে। এর ওজন প্রায় 2.18 কেজি। 16GB RAM এবং 512GB স্টোরেজ রয়েছে ল্যাপটপটিতে। পুরোদস্তুর গেমিং ল্যাপটপটি আপনি পেয়ে যাবেন 76,990 টাকা।