1.5 টনের এই 5 স্টার AC-তে 43% ছাড়, হাফ দামে বছরে 95,000 টাকার ইলেকট্রিক বিল সাশ্রয়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 23, 2023 | 3:38 PM

MarQ by Flipkart 2023 AC-তে মিলছে একাধিক ব্যাঙ্কের অফারও। Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে আপনি যদি এয়ার কন্ডিশনারটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত 5% ক্যাশব্যাক। আপনি চাইলে EMI অফারেও এই এয়ার কন্ডিশনার ক্রয় করতে পারেন।

1.5 টনের এই 5 স্টার AC-তে 43% ছাড়, হাফ দামে বছরে 95,000 টাকার ইলেকট্রিক বিল সাশ্রয়
ফ্লিপকার্টে ব্যাপক ছাড়ে এসি।

Follow Us

Flipkart-এ শুরু হয়েছে গ্র্যান্ড অ্যাপ্লায়েন্সস সেল। সেই সেলে আপনি একাধিক ইলেকট্রনিক্স প্রডাক্টে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। এখন বলুন তো, এই গরমের সময় আপনার সবথেকে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইসটি কী? নিশ্চয়ই Air Conditioner। ফ্লিপকার্টের এই গ্র্যান্ড অ্যাপ্লায়েন্সেস সেলে আপনি ব্যাপক ছাড়ে একাধিক ব্র্যান্ডের স্প্লিট থেকে শুরু করে উইন্ডো এসি পেয়ে যাবেন। 1.5 টনের একটি 5 স্টার AC ফ্লিপকার্টের সেলে খুবই কম দামে পাওয়া যাচ্ছে। প্রাথমিক ভাবে সেই এসি মডেলে রয়েছে 43% ছাড়। আর সেই এয়ার কন্ডিশনারটি ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড MarQ-র, অফারটি দেওয়া হচ্ছে কোম্পানির এক্কেবারে সাম্প্রতিকতম মডেলের উপরে। MarQ by Flipkart 2023 এয়ার কন্ডিশনারটি আপনি কত কম দামে ক্রয় করতে পারবেন, কী-কী অফার পাবেন সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

MarQ by Flipkart 2023 AC: কত টাকা ছাড় পাওয়া যাবে

MarQ-র এই এয়ার কন্ডিশনারটি 1.5 টনের এবং 5 স্টার রেটিং দেওয়া হয়েছে। 4-in-1 কনভার্টিবল এয়ার কন্ডিশনারটির সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল তার টার্বো কুল টেকনোলজি। টন ক্ষমতা যথেষ্ট এবং সেই অনুপাতে এয়ার কন্ডিশনারটিতে 5 স্টার রেটিং থাকার ফলে এটি অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। এমনিতে ফ্লিপকার্টে এই AC-র দাম 57,999 টাকা। প্রাথমিক ভাবে ই-কমার্স প্ল্যাটফর্মটি এই এয়ার কন্ডিশনারের উপরে 43% ছাড় দেওয়ার ফলে এর দাম হয়ে যাচ্ছে 32,999 টাকা। ফ্লিপকার্টে এই এসি ভাল রেটিংও পেয়েছে, 5-এর মধ্যে 4.1, যা সত্যিই চমৎকার।

অন্যান্য অফার

শুধুই ফ্ল্যাট ডিসকাউন্ট নয়। MarQ by Flipkart 2023 AC-তে মিলছে একাধিক ব্যাঙ্কের অফারও। Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে আপনি যদি এয়ার কন্ডিশনারটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত 5% ক্যাশব্যাক। আপনি চাইলে EMI অফারেও এই এয়ার কন্ডিশনার ক্রয় করতে পারেন। তার জন্য আপনাকে প্রতি মাসে 1,128 টাকা করে খরচ করতে হবে।

এবারে সবথেকে আকর্ষণীয় অফারটি আপনি পেয়ে যাবেন যদি ঘরের পুরাতন এয়ার কন্ডিশনারটি এক্সচেঞ্জ করেন। সেই এক্সচেঞ্জ অফারে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার ফলে MarQ by Flipkart 2023 AC ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 26,999 টাকা। এই এসির মেশিন অর্থাৎ প্রডাক্টের উপরে আপনি পেয়ে যাবেন 1 বছরের ওয়ারান্টি এবং এসির কম্প্রসরে 10 বছরের ওয়ারান্টি পাওয়া যাবে।

MarQ by Flipkart 2023 AC: বিশেষত্ব কী

MarQ-র এই এসি 1.5 টনের, 5 স্টার রেটিং দেওয়া হয়েছে। একটি নন-ইনভার্টার 1 স্টার এসির তুলনায় এটি 25% কম বিদ্যুৎ খরচ করে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই এয়ার কন্ডিশনারে রয়েছে অটো রিস্টার্ট এবং স্লিপ মোড। কাস্টমাইজ়েবল এবং র‌্যাপিড কুলিংয়ের সুবিধাও দিচ্ছে এসিটি। ব্লু ফিন টেকনোলজির সঙ্গে এই MarQ AC-তে কপার কনডেন্সার দেওয়া হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে বছরে 95,000 টাকার বিদ্যুৎ বাঁচাবে এই এসি।

Next Article