AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apple Back To School: শিক্ষক-পড়ুয়াদের জন্য সস্তায় iPad, MacBook, AirPod-ও, টানা তিন মাস অ্যাপলের মারাত্মক অফার

iPads, MacBooks, AirPods Offer: অ্যাপল আইপ্যাড, ম্যাকবুক এবং এয়ারপড এবার বিরাট ছাড়ে উপলব্ধ হতে চলেছে ব্যাক টু স্কুল অফারে। এই অফার টানা তিন মাস ধরে চলবে। কোন কোন ডিভাইসে কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, একবার দেখে নিন।

Apple Back To School: শিক্ষক-পড়ুয়াদের জন্য সস্তায় iPad, MacBook, AirPod-ও, টানা তিন মাস অ্যাপলের মারাত্মক অফার
Apple Back To School: শিক্ষক-পড়ুয়াদের জন্য অ্যাপলের বিরাট অফার।
| Edited By: | Updated on: Jun 25, 2022 | 6:07 PM
Share

পড়ুয়াদের জন্য প্রতি বছরই ব্যাক টু স্কুল অফার (Back To School Offer) নিয়ে হাজির হয় অ্যাপল (Apple)। এবারও তার অন্যথা হল না। অ্যাপল স্টোর অনলাইন থেকে ব্যাক টু স্কুল অফার নিয়ে হাজির হল সংস্থাটি। এই অফারে কুপার্টিনোর কোম্পানিটি বিবিধ অ্যাপল প্রডাক্টে একাধিক অফার উপলব্ধ করে। বিশেষ করে সেই অফারগুলি দেওয়া হয় আইপ্যাড এবং ম্যাক (iPad And Mac) ডিভাইসের ক্ষেত্রে। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপকদের জন্য মূলত অফারগুলি নিয়ে আসা হয়।

অ্যাপল ব্যাক টু স্কুল অফারটি লাইভ হয়ে গিয়েছে এবং তা মিলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। আইপ্যাড, ম্যাক ডেস্কটপ-ল্যাপটপের অফারের পাশাপাশি কাস্টমারদের কাছে ফ্রি এয়ারপড পাওয়ার সুযোগও থাকে। সেই এয়ারপডগুলিতে 6 মাসের অ্যাপল মিউজ়িক সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে অফার দেওয়া হয়। এছাড়াও থাকে অ্যাপল কেয়ার প্লাসে 20% ছাড়। এই অ্যাপল এডুকেশন প্রাইসিং উপলব্ধ হয় বর্তমান এবং সদ্য যাঁরা কলেজে ভর্তি হয়েছেন এমন পড়ুয়া, তাঁদের অভিভাবক, ফ্যাকাল্টি, কর্মী এবং সমস্ত গ্রেড লেভেলের হোমস্কুল শিক্ষকদের জন্য।

অ্যাপল ব্যাক টু স্কুল অফার: কোন প্রোডাক্টে কত টাকা ছাড় মিলবে

1) ম্যাকবুক এয়ার (M1): এমনিতে এই ডিভাইসের দাম 99,900 টাকা। কিন্তু অ্যাপল ব্যাক টু স্কুল অফারে এই ডিভাইসই আপনি পেয়ে যাবেন 89,900 টাকায়।

2) ম্যাকবুক এয়ার (M2): এই ম্যাকবুক এয়ার মডেলটির দাম 1,19,900 টাকা। অফারে এই মডেলই আপনি পেয়ে যাবেন 1,09,900 টাকা দামে।

3) ম্যাকবুক প্রো 13: এমনিতে এই ইলেকট্রনিক প্রোডাক্টের দাম 1,29,900 টাকা। অফারে এই ম্যাকবুক প্রো-ই আপনি পেয়ে যাবেন 1,19,000 টাকায়।

4) ম্যাকবুক প্রো 14: মার্কেটে ডিভাইসটির দাম 1,94,900 টাকা। অ্যাপল ব্যাক টু স্কুল অফারে এটাই আপনি পেয়ে যাবেন 1,75,410 টাকায়।

5) ম্যাকবুক প্রো 16: ম্যাকবুক প্রো সিরিজ়ের এক্কেবারে সাম্প্রতিকতম এই ডিভাইসটির দাম 2,39,900 টাকা। সেলে এই কম্পিউটার কিনতেই আপনার খরচ হবে 2,15,910 টাকা।

6) আইম্যাক: এই মুহূর্তে আইম্যাকের দাম 1,19,900 টাকা। কিন্তু অ্যাপল ব্যাক টু স্কুল সেলে আইম্যাক কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র 1,07,910 টাকা।

7) আইপ্যাড এয়ার: মার্কেটে এই ডিভাইসের দাম 54,900 টাকা হলেও সেলে আপনি 50,780 টাকায় পেয়ে যাবেন আইপ্যাড এয়ার।

8) অ্যাপল আইপ্যাড প্রো: 71,900 টাকা দামের এই আইপ্যাড মডেলটি আপনি সেলে পেয়ে যাবেন 68,300 টাকায়।

তবে অফারের এখানেই শেষ নয়। উপভোক্তারা এই সেলে অ্যাপল এয়ারপড থার্ড-জেনারেশন আপগ্রেড করে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। পাশাপাশি এয়ারপডস প্রো ক্রয় করতে পারেন অতিরিক্ত 6,400 টাকা এবং 12,200 টাকায়। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে আইপ্যাড ও ম্যাক-এর অফারগুলি উপলব্ধ করার যোগ্য গ্রাহকের সংখ্যা সীমিত।