Apple খুব শীঘ্রই তাদের M3 MacBooks লঞ্চ করতে পারে। সম্প্রতি, Apple তার iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। আর সেই ইভেন্টেই কোম্পানি তার পরবর্তী M3 MacBooks ল্যাপটপ লঞ্চ করার কথা জানিয়েছিল। DigiTimes-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাপল 2024 সালের মধ্যে 3nm চিপ তৈরি করতে পারে, তবেই অ্যাপল তার M3 MacBooks ল্যাপটপ চালু করবে। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে, এই আসন্ন ল্যাপটপে দুর্দান্ত সব ফিচার দিতে চলেছে কোম্পানিটি। ইতিমধ্য়েই অনেক ফিচার ফাঁস হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী M3 MacBooks-এ কী কী থাকবে, চলুন জেনে নেওয়া যাক।
M3 MacBooks-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার:
চলতি বছরের জুলাই মাসে আসা ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, M3 MacBooks-এ দুটি মডেল আনা হবে। তার মধ্যে 13 ইঞ্চি স্ক্রিন সহ ম্যাকবুক এয়ার এবং 13 ইঞ্চি স্ক্রিন সহ দ্বিতীয় ম্যাকবুক প্রো থাকবে। এছাড়াও অ্যাপল M2 15 ইঞ্চি ম্যাকবুক এয়ার (M2 15 inch MacBook Air) এবং M2 আল্ট্রা ম্যাক স্টুডিও (M2 Ultra Mac Studio) লঞ্চ করবে।
অ্যাপল একটি নতুন আইপ্যাডও বাজারে আনবে:
নতুন ম্যাকবুক লঞ্চ করার পাশাপাশি, অ্যাপল একটি নতুন আইপ্যাডও বাজারে আনতে পারে। এমনকি তার কাজও শুরু করে দিয়েছে কোম্পানিটি। অ্যাপল একটি ওএলইডি স্ক্রিন সহ একটি নতুন এম 3 আইপ্যাড মডেলেও কাজ করছে, তবে কবে তা বাজারে আসবে সেই নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি কোম্পনিটি।
Apple একটি নতুন চিপসেট তৈরি করছে:
অ্যাপল 3nm প্রক্রিয়ার মাধ্যমে তার নতুন M3 চিপসেট তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এই নতুন চিপসেটটি পুরনো 5nm M2 চিপের থেকে ভাল হবে বলেই মনে করছে কোম্পানিটি। এই চিপসেটের সুবিধা হবে, এতে কোম্পানির ডিভাইসগুলো আরও ভাল পারফরম্যান্সে কাজ করতে পারবে। বর্তমানে অ্যাপলের বৃহত্তম ম্যাকবুক হল iMac, যা একটি 24-ইঞ্চি M1 মডেল, 2021-এ বাজারে এসেছিল।