ভারতীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড itel নতুন ইয়ারবাড লঞ্চ করেছে। itel Earbuds T1 Pro-এ AI ENC ফিচার রয়েছে। সাধারণত বেশি দামের ইয়ারবাডে এই ধরনের ফিচার দেখা যায়। কিন্তু এই সস্তার ইয়ারবাডেও আপনি এই ফিচার পেয়ে যাবেন। সঙ্গে রয়েছে দুর্দান্ত সব স্পেসিফিকেশন। কোম্পানির দাবি, এটি সিঙ্গেল চার্জে 35 ঘন্টা প্লেব্যাক পেয়ে যাবেন। এর দাম মাত্র 849 টাকা। এটি নীল এবং ধূসর রঙে কিনতে পারবেন। এবার প্রশ্ন হল আপনি কোথা থেকে এই নতুন ইয়ারবাড কিনবেন? চলুন জেনে নেওয়া যাক এই নতুন ইয়ারবাডে কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে।
itel Earbuds T1 Pro-এর ফিচার ও স্পেসিফিকেশন:
আপনাকে প্রথমেই যা আকর্ষণ করবে, তা হল এর ডিজাইন। কম দামের ইয়ারবাড হওয়া সত্ত্বেও এর লুক আর ডিজাইনের দিকে বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। এটিতে 10mm ড্রাইভার রয়েছে, ফলে অডিও কোয়ালিটি বেশ ভালো। এটি আইপিএক্স 5 জল-প্রতিরোধী। অর্থাৎ যদি এই ইয়ারবাডে জল লেগেও যায়, তাহলে চিন্তা করার কোনও কারণ নেই। এতে স্মার্ট টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে যা অডিও কন্ট্রোল করতে পারবেন।
এটিতে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট করে, যার সাহায্যে আপনি সহজেই ফোনের সঙ্গে কানেক্ট করে নিতে পারবেন। এর পরিসীমা 10 মিটার পর্যন্ত। এর প্রতিটি ইয়ারবাডে একটি 30 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর কেসটির ব্যাটারির ক্ষমতা 500 mAh। অর্থাৎ আপনাকে বার বার চার্জ দেওয়ার কথা চিন্তা করতে হবে না। আপনি একবার চার্জেই অনেকক্ষণ চালাতে পারবেন। এতে Type-C সাপোর্ট রয়েছে। এত কম দামের একটি ইয়ারবাডে আপনি দুর্দান্ত সব ফিচার পেয়ে যাচ্ছেন, যা বেশি দামের ইয়ারবাডেও থাকে।
কোথা থেকে কিনবেন?
আপনি এই নতুন ইয়ারবাডটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কিনে নিতে পারবেন। আর যদি অনলাইনে কিনতে না চান তাহলে যে কোনও অফলাইন দোকাল থেকে কিনতে পারবেন।