অ্যাপেল সংস্থা তাদের পরবর্তী ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো লঞ্চ করার পরিকল্পনা করছে। অ্যাপেলের এই দুই নতুন ম্যাকবুকে থাকবে আপগ্রেডেড M1X chip। সূত্রের খবর, কুপার্টিনোর এই টেক জায়ান্ট তাদের পরবর্তী ইভেন্টে এই দুই ম্যাকবুক প্রো মডেল লঞ্চ করতে পারে। সম্ভবত অক্টোবর মাসে অ্যাপেলের পরবর্তী ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট আয়োজিত হতে পারে। সেখানে থার্ড জেনারেশন এয়ারপডস, এয়ারপডস ৩ লঞ্চের সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ নামের একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল অ্যাপেল সংস্থা। সেখানে লঞ্চ হয়েছে আইফোন ১৩ সিরিজ এবং অ্যাপেল ওয়াচ সিরিজ ৭। এর পাশাপাশি আইপ্যাড ৯ এবং আইপ্যাড মিনি৬, এই দুই ডিভাইসও লঞ্চ হয়েছিল ওই ইভেন্টে। আই ফোন ১৩ সিরিজে লঞ্চ হয়েছে চারটি ফোন। ভ্যানিলা ভ্যারিয়েন্ট আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স— এই চারটি মডেল লঞ্চ হয়েছে অ্যাপেলের সাম্প্রতিক লঞ্চ ইভেন্টে।
একমাসের মধ্যেই দ্বিতীয় ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট লঞ্চ করতে চলেছে অ্যাপেল সংস্থা। যদিও এই টেক জায়ান্ট এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে বিভিন্ন সূত্র মারফৎ শোনা যাচ্ছে অক্টোবরে অ্যাপেলের পরবর্তী ইভেন্টে লঞ্চ হতে চলেছে M1X চিপ যুক্ত ম্যাকবুক প্রো মডেল। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে এও জানা গিয়েছে যে, অ্যাপেলের আসন্ন ম্যাকবুক প্রো মডেলগুলিতে (১৪ এবং ১৬ ইঞ্চির ডিসপ্লে সাইজ) M1X চিপ থাকার পাশাপাশি থাকতে পারে MagSafe চার্জিং, মিনি এলইডি ডিসপ্লে এবং নো টাচবার সাপোর্ট। তবে অ্যাপেল সংস্থার তরফে তাদের আসন্ন দুই ম্যাকবুক মডেল প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও ফিচার প্রকাশ্যে আসেনি।
আইফোন ১৩ সিরিজ এবং অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর সঙ্গে লঞ্চ হতে পারে এয়ারপডস ৩। এয়ারপডস প্রো- এর মতো ডিজাইন হতে পারে এই ডিভাইসের। ওয়্যারলেস চার্জিং কেস থাকতে পারে এই সঙ্গে। সেকেন্ড জেনারেশন এয়ারপডসের তুলনায় এই চার্জিং কেসে ২০ শতাংশ বড় ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এইসব ফিচারের ইঙ্গিত অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটেই পাওয়া গিয়েছে। অ্যাপেল সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। উল্লেখ্য, গর ১৪ সেপ্টেম্বরের ইভেন্টেই এয়ারপডস ৩ লঞ্চের সম্ভাবনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ওই ইভেন্টে লঞ্চ হয়নি এয়ারপডস ৩।
আরও পড়ুন- Snapchat Latest Update: এবার বাড়িতে বসেই প্যারিসের স্মৃতিসৌধের শিল্প কাজ দেখে নিন…