Apple Peek Performance Event: অ্যাপেলের পিক পারফরম্যান্স ইভেন্টে কী কী লঞ্চ হতে পারে?
Apple Peek Performance Event: অ্যাপেলের নতুন ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে (Apple Virtual Launch Event) কী কী লঞ্চ হতে পারে, দেখে নিন একনজরে।

অ্যাপেলের ‘পিক পারফরম্যান্স’ (Apple’s Peek Performance) শুরু হতে চলেছে ৮ মার্চ। ভারতীয় সময় রাত ১১তা ৩০মিনিটে উক্ত দিনে অ্যাপেলের নতুন লঞ্চ ইভেন্ট (Apple Launch Event) শুরু হবে। ভার্চুয়াল মাধ্যমেই একাধিক অ্যাপেল (Apple) গ্যাজেট, ফোন লঞ্চ করবেন কুপার্টিনোর টেক জায়ান্ট কর্তৃপক্ষ। অ্যাপেল সংস্থার ইউটিউব চ্যানেলে এই ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট দেখানো হবে। অ্যাপেল পার্ক থেকে সরাসরি চলবে লাইভ। এছাড়াও একটি মাইক্রোসাইট এবং অ্যাপেল টিভি অ্যাপের মাধ্যমেও এই লঞ্চ ইভেন্ট দেখা যাবে।
অ্যাপেলের পিক পারফরম্যান্স ইভেন্টে কী কী লঞ্চ হতে পারে?
আইফোন এসই ৩- ৫জি কানেক্টিভিটি সম্পন্ন আইফোন এসই ৩ লঞ্চ হতে পারে অ্যাপেলের পিক পারফরম্যান্স ইভেন্টে। এই ফোন আইফোন এসই (২০২২) নামেও লঞ্চ হতে পারে। ৫জি পরিষেবার পাশাপাশি এ১৫ বায়োনিক চিপসেট থাকতে পারে আইফোন এসই৩ মডেলে। রেয়ার ক্যামেরার গুণগত মান আগের আইফোন এসই- র তুলনায় ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর দাম হতে পারে ২৩ হাজার টাকার আশপাশে।
আইপ্যাড এয়ার ফিফথ জেনারেশন- অ্যাপেলের পিক পারফরম্যান্স ইভেন্টে আইপ্যাড এয়ার জেন ৫ লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। নতুন এই আইপ্যাড এয়ারের মডেলে থাকতে পারে ৫জি কানেক্টিভিটি। এছাড়াও থাকতে পারে এ১৫ বায়োনিক চিপসেট। আগের আইপ্যাড এয়ার মডেলের মতোই ডিজাইন বা নকশা হতে পারে নতুন আইপ্যাড এয়ার ফিফথ জেনারেশনের। এখানে ১২ মেগাপিক্সেলের আপডেটেড সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের একদম মাঝখানে থাকতে পারে এই সেনসর। আইপ্যাড এয়ার ফিফথ জেনারেশনের দাম হতে পারে আনুমানিক ৪৬ হাজার টাকা।
বেশ কয়েকটি নতুন ম্যাক মডেল লঞ্চ করতে পারে অ্যাপেল সংস্থা। সেখানে অ্যাপেলের এম২, এম১ প্রো, এম১ ম্যাক্স এবং এম১ ম্যাক্স প্রসেসরের সুপার ভার্সান থাকতে পারে। নতুন ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ারে নতুন এম২ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আইম্যাক প্রো মডেলে থাকতে পারে এম১ প্রো এবং এম১ ম্যাক্স ভ্যারিয়েন্ট। আর আসন্ন ম্যাক মিনি মডেলে এম২ এবং এম১ প্রো প্রসেসর থাকতে পারে।
অ্যাপেলের নতুন লঞ্চ ইভেন্টে নয়া ম্যাক স্টুডিয়ো এবং ডিসপ্লে লঞ্চের সম্ভাবনাও রয়েছে। এর ডিজাইন অনেকটা ম্যাক মিনির মতো হবে বলেও প্রকাশ হয়েছে ম্যাক রিউমার্সের মাধ্যমে। তবে আবার এও শোনা গিয়েছে যে নতুন ম্যাক স্টুডিয়ো ৪ ইঞ্চি লম্বা হতে পারে। অন্যদিকে ম্যাক মিনি ১.৪ ইঞ্চি লম্বা হতে পারে। নতুন ম্যাকে কী কী পোর্ট থাকতে পারে তা রেন্ডারের মাধ্যমে জানা যায়নি। কিন্তু সামনের অংশে একটি এলইডি লাইট ও নীচে তাপ বেরনোর জন্য একটি গ্রিল থাকতে পারে।
এর পাশাপাশি অ্যাপেলের একটি নতুন ডিসপ্লে যা ২৭ ইঞ্চি স্ক্রিন সাইজ সম্পন্ন এবং ৭কে রেজোলিশন ভিউ হবে, এরকম একটি ডিসপ্লে লঞ্চ হতে পারে। শোনা গিয়েছে, কয়েকমাস আগেই এই ডিসপ্লে নির্মাণের কাজ শেষ হয়েছে। তবে আদৌ তা লঞ্চ হবে কিনা সেটা নিশ্চিত নয়। এখানে অ্যাপেল এ১৩ বায়োনিক চিপসেট থাকতে পারে।
