Apple Pencil: সবথেকে কম দামি Apple ডিভাইস, ₹7900 দামে সত্যিই যেন ম্যাজিক পেনসিল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 18, 2023 | 1:23 PM

নতুন Apple Pencil-এ স্লিক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। রয়েছে ফ্ল্যাট সাইড, যা আপনার iPad-এর সঙ্গে খুব ভাল করে অ্যাটাচ করতে সাহায্য করে পেনসিলটিকে। পেনসিলটির সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল তার USB-C পোর্ট, যার দ্বারা সমস্ত iPad মডেলের সঙ্গেই পেনসিলটি কানেক্ট করা যেতে পারে। নভেম্বরের শুরুতেই 7,900 টাকায় ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Apple Pencil: সবথেকে কম দামি Apple ডিভাইস, ₹7900 দামে সত্যিই যেন ম্যাজিক পেনসিল
অ্যাপলের দুর্দান্ত পেনসিল।

Follow Us

Apple তার নতুন পকেট-বান্ধব পেনসিল নিয়ে হাজির হল। সেই অ্যাপ পেনসিলটি আসলে একটি ডিজিটাল স্টাইলাস। iPad ব্যবহারকারীদের জন্য তা গুরুত্বপূর্ণ কিছু ফিচার অফার করছে। পিকচার পারফেক্ট স্পষ্টতা, লো ল্যাটেন্সি, টিল্ট সেন্সিটিভিটির মতো জরুরি বৈশিষ্ট্যগুলি রয়েছে এই Apple Pencil-এ। নোট নেওয়া, স্কেচ করা থেকে শুরু করে একাধিক কাজে লাগবে এই পেনসিল।

নতুন Apple Pencil-এ স্লিক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। রয়েছে ফ্ল্যাট সাইড, যা আপনার iPad-এর সঙ্গে খুব ভাল করে অ্যাটাচ করতে সাহায্য করে পেনসিলটিকে। পেনসিলটির সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল তার USB-C পোর্ট, যার দ্বারা সমস্ত iPad মডেলের সঙ্গেই পেনসিলটি কানেক্ট করা যেতে পারে। ফলে, সমস্ত iPad ব্যবহারকারীরাই এখন এই Apple Pencil ব্যবহার করে নিজেদের ডিভাইসের-এর সঙ্গে ঝক্কিহীন ভাবে ইন্টিগ্রেট করতে পারবেন।

পারফরম্যান্সের দিক থেকেও এই অ্যাপল পেনসিলের জুড়ি মেলা ভার। ফার্স্ট ও সেকেন্ড জেনারেশনের অ্যাপল পেনসিলগুলি যে সব ফিচার অফার করছিল, এতেও তা-ই থাকছে। সেই তালিকায় রয়েছে অ্যাডভান্সড পিক্সেল পারফেক্ট অ্যাকিওরেসি, লো ল্যাটেন্সি এবং টিল্ট সেন্সিভিটি। সঙ্গে আরও অতিরিক্ত কিছু ফিচারও যোগ করে দেওয়া হয়েছে।

এখন আপনার কাছে যদি iPad Pro-এর M2 মডেল থাকে, তাহলে নতুন অ্যাপল পেনসিল হোভার ফাংশনালিটি অফার করবে। তাছাড়া এই নতুন ডিভাইসে পেয়ারিং ও চার্জিংও খুব সহজ করা হয়েছে। স্লাইডিং ক্যাপে দেওয়া হয়েছে USB-C পোর্ট, সেখানেই আপনি USB-C গুঁজে আপনার পেনসিলটি চার্জ দিতে পারবেন এবং আইপ্যাডের সঙ্গে কানেক্টও করতে পারবেন।

Apple-এর তরফ থেকে জানানো হয়েছে, এই পেনসিলটি iPad (10th generation) ব্যবহারকারীদের জন্য সবথেকে ভাল অপশন হতে চলেছে। তার থেকেও বড় কথা হল, প্রায় সব iPad মডেলের সঙ্গেই আপনি পেনসিলটি কানেক্ট করতে পারবেন। iPad (10th জেনারেশন), iPad Air (4th এবং 5th জেনারেশন), iPad Pro 11 ইঞ্চির (1st, 2nd, 3rd এবং 4th জেনারেশন), iPad Pro 12.9 ইঞ্চির (3rd, 4th, 5th এবং 6th জেনারেশন) এবং iPad mini (6th জেনারেশন) এই সমস্ত আইপ্যাডের সঙ্গেই কানেক্ট করা যাবে নতুন Apple Pencil।

জানা গিয়েছে, নভেম্বর থেকে এই অ্যাপ পেনসিল ভারতের বাজারে বিক্রি হবে। নভেম্বরের শুরুতেই 7,900 টাকায় ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Next Article