Ubon J1 Magic: চোখ ভাল রাখার এই স্মার্ট চশমা গানও শোনাবে, দাম মাত্র 1299 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 17, 2023 | 1:58 PM

Ubon J1 Magic সানগ্লাসটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,999 টাকায়। এখনই এই রোদচশমা কিনতে পারবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পাশাপাশি কিছু রিটেল দোকানেও চশমাটি পাওয়া যাবে। গ্রে এবং ব্ল্যাক এই দুই কালার অপশনে স্মার্ট চশমাটি পাওয়া যাবে। চমৎকার এই স্মার্ট চশমায় রয়েছে 15 mm স্পিকার্স, টাইপ-সি চার্জিং পোর্ট এবং অ্যান্টি-UVA/UVB।

Ubon J1 Magic: চোখ ভাল রাখার এই স্মার্ট চশমা গানও শোনাবে, দাম মাত্র 1299 টাকা
কেতাদুরস্ত নতুন স্মার্ট অডও চশমা।

Follow Us

Smart Audio Sunglasses: এবার কম দামের একটি দুর্দান্ত স্মার্ট চশমা লঞ্চ হল ভারতে। সেই কেতাদুরস্ত স্মার্ট গ্লাসেস নিয়ে এল Ubon নামের একটি ব্র্যান্ড। Ubon তাদের প্রোডাক্ট পোর্টফোলিও তে যে নতুন স্মার্ট চশমা যোগ করেছে, তার নাম J1 Magic। এটিই সংস্থার প্রথম স্মার্ট অডিও সানগ্লাসেস। চমৎকার এই স্মার্ট চশমায় রয়েছে 15 mm স্পিকার্স, টাইপ-সি চার্জিং পোর্ট এবং অ্যান্টি-UVA/UVB। চশমার দাম ও অন্যান্য ফিচার্স সম্পর্কে সব তথ্য় জেনে নেওয়া যাক।

Ubon J1 Magic: দাম ও অন্যান্য তথ্য

Ubon J1 Magic সানগ্লাসটি ভারতে লঞ্চ করা হয়েছে 1,999 টাকায়। এখনই এই রোদচশমা কিনতে পারবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পাশাপাশি কিছু রিটেল দোকানেও চশমাটি পাওয়া যাবে। গ্রে এবং ব্ল্যাক এই দুই কালার অপশনে স্মার্ট চশমাটি পাওয়া যাবে।

Ubon J1 Magic: ফিচার ও স্পেসিফিকেশন

Ubon J1 ম্যাজিক স্মার্ট অডিও সানগ্লাসে রয়েছে ওপেন ইয়ার স্পিকার্স, যা খুব সহজেই ব্যবহারকারীর স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে রাখা যাবে। অ্যান্টি-UVA/UVB থাকার ফলে সানগ্লাসটি পরিধানকারীর চোখ সবসময় ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষিত রাখবে। ক্লাসিক হাফ-ফ্রেমটি স্পোর্টি লুক দিচ্ছে। Ubon J1 ম্যাজিক সানগ্লাসে 15mm স্পিকার্স এবং টাইপ-সি চার্জিং পোর্টও রয়েছে।

এই নতুন J1 Magic স্মার্ট অডিও সানগ্লাসটি IP65 সার্টিফায়েড, যা ঘাম ও জল প্রতিরোধী। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, ঝক্কিহীন ভাবে এই স্মার্ট চশমার সঙ্গে ব্লুটুথ পেয়ার করা যাবে, যার দ্বারা আপনি খুব সহজেই কল করতে পারবেন, শুনতে পাবেন গানও। আবার একটি ইন-বিল্ট মাইক্রোফোনও রয়েছে, ফলে ফোনে কথোপকথনে আপনার কোনও সমস্যা হবে না।

Next Article