Apple Watch Rescues Woman: অ্যাপল ওয়াচ মানে যে শুধুই একটা স্মার্টওয়াচ, তা নয়। এর সাহায্যে যে প্রাত্যহিক ক্রিয়াকলাপ ট্র্যাক করার পাশাপাশি আরও অনেক বড় কিছু করা যায়। গ্রাহকের স্বাস্থ্যের গতিবিধির খেয়াল রেখে তাঁদের জীবন রক্ষায় জাদুকরির কাজ করে এসেছে অ্যাপল ওয়াচ। সম্প্রতি একাধিক এমন ঘটনা আমাদের সামনে রয়েছে, যেখানে অ্যাপলের ঘড়ি প্রাণ বাঁচিয়েছে বাচ্চা-বুড়ো সকলের। ঠিক তেমনই এক অভাবনীয় কাজ করে দেখাল অ্যাপলের স্মার্টওয়াচ। এক মহিলাকে ছুরিকাঘাত করে জীবন্ত অবস্থায় কবর দেয় তাঁর স্বামী। সেই মহিলাকেই বাঁচিয়ে নিয়ে এল অ্যাপল ওয়াচ।
অ্যাপল ওয়াচ অনিয়মিত হৃদস্পন্দন সম্পর্কে মানুষকে জানিয়ে তাদের জীবন বাঁচিয়েছে, সাম্প্রতিক অতীতে এমন অনেক ঘটনার কথা শুনেছি আমরা। এমনকি তার ফল ডিটেকশন ফিচারটিও অসংখ্য মানুষকে উদ্ধার করেছে। কিন্তু এবার অ্যাপল ওয়াচ একজন মহিলাকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পালাতে সাহায্য করল, যা সত্যিই নজিরবিহীন। ওয়াশিংটনের এই ঘটনায় চমকে গিয়েছে সারা দুনিয়া।
সংবাদমাধ্যম ডেইলিমেইলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, যে মহিলাকে তার স্বামী ছুরিকাঘাত করেছিল, তিনি নিজেকে কবর থেকে বের করতে সক্ষম হন। কবর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার অ্যাপল ওয়াচ ব্যবহার করে 911 নম্বরে ডায়াল করেন। 42 বছর বয়সী ইয়াং সুক আন-কে সিয়াটলের প্রায় 60 মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কবরে সমাহিত করা হয়েছিল। যে কর্মকর্তারা মহিলাকে উদ্ধার করেছিলেন, তাঁরা জানিয়েছিলেন যে তাঁকে অপহরণ করা হয়েছিল। মহিলা চিৎকার করে বলেছিলেন, “আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাইছে”, সেই সময়ই পুলিশ তাঁকে খুঁজে পায়।
পুলিশ জানিয়েছে, মহিলাকে যখন উদ্ধার করা হয়, তখন তাঁর অবস্থা খুবই খারাপ ছিল। এক পুলিশকর্মীর কথায়, “তাঁর গলায়, মুখের নিচের দিকে এবং গোড়ালির চারপাশে ডাক্ট টেপ জড়ানো ছিল। তাঁর পা, বাহু ও মাথায় ব্যাপক পরিমাণে ক্ষত ছিল এবং তাঁর পোশাক ও চুল ময়লাতে ঢাকা ছিল।”
মহিলাকে যে সময় তাঁর স্বামী অপহরণ করেছিল, সেই সময় অ্যাপল ওয়াচের সাহায্যে তিনি তাঁর 20 বছরের মেয়েকে একটি নোটিফিকেশন পাঠিয়েছিলেন। কিন্তু স্বামী তা অনুধাবন করার পরেই ঘড়িটিকে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছিল। তারপরেও অক্ষত ছিল সেই অ্যাপল ঘড়ি, যার ফলে কবরস্থান থেকে স্বামী চলে যাওয়ার পরেও মহিলা উঠে এসে অ্যাপল ওয়াচের মাধ্যমে 911 নম্বরে ডায়াল করেন।
এই তো কয়েক দিন আগেই 12 বছরের একটি বাচ্চা মেয়ের প্রাণ বাঁচায় অ্যাপল ঘড়ি। বিরল ক্যানসারে আক্রান্ত সে, ছড়িয়ে পড়ছিল সারা শরীরে। অ্যাপল ঘড়ি ছোট্ট মেয়েটির অস্বাভাবিক এবং উচ্চ হার্ট রেট দেখে সজাগ করে। তারপর তা দেখে মেয়েটির মা ডাক্তারের কাছে যেতেই জানা যায়, তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। এখন অপারেশনের পরে মেয়েটি সুস্থ হওয়ার পথে। তার মা জানিয়েছেন, অ্যাপল ওয়াচ না থাকলে বাচ্চাটির অবস্থা হয় তো আরও ভয়ঙ্কর হতে পারত।