Gift Hamper: কয়েক কাপ কফি ও তার সঙ্গে অজানা কথোপকথন- করণ জোহরের টকশো মানেই যেন আলাদা একটা উন্মাদনা। বি-টাউনের এমন কোনও সেলেব নেই যে, যিনি করণের সোফায় তাঁদের জীবনের কোনও গোপন কাহিনির খোলাসা করেননি। তবে এই শো আরও এক দিক থেকে জনপ্রিয়। তা হল কফি উইথ করণের গিফ্ট হ্যাম্পার। সেলেবদের জন্য উপহার বলে কথা, সেখানে মন্দ কিছু থাকবে তা আবার কল্পনা করা যায় নাকি। আর সেই গিফ্ট হ্যাম্পার পাওয়া যায় বিতর্কিত র্যাপিড ফায়ার রাউন্ডের পরেই। কিন্তু সে যাই হোক না কেন! এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, কফি উইথ করণের গিফট হ্যাম্পারে কী থাকে?
সম্প্রতি ডিজ়নি প্লাস হটস্টার তাদের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছে। আর সেখানেই দেখা গিয়েছে, কফি উইথ করণ শোয়ের গিফ্ট হ্যাম্পারে কী থাকে। আট মিনিটের ভিডিয়োটিতে করণ সেই সব পণ্যগুলি তালিকাভুক্ত করেছেন, যেগুলি সিজন 7-এর র্যাপিড ফায়ার রাউন্ডের পরে বিজয়ীরা বাড়িতে নিয়ে গিয়েছেন। একাধিক উপহার সেখানে রয়েছে। তবে তাদের মধ্যে নজর কেড়েছে একাধিক অত্যাধুনিক গ্যাজেট।
করণ প্রথম উপহারটি দেখাতে শুরু করেন, যা তায়ানি জুয়েলারির চাঁদ বালি ইয়াররিং। তার ঠিক পরেই রয়েছে গ্যাজেটগুলি। এক এক করে ঝুলি থেকে বেরোতে শুরু করল, মার্শাল অ্যাক্টন II স্পিকারস, অডি এসপ্রেসো মোবাইল, অ্যামাজন ইকো শো 10। এরপরে দেখা গেল ভাহদাম টি অ্যান্ড টি মেকার সেট, নিউহাউস চকোলেটের কালেকশন ডিসকভারি বক্স, বোম্বে সুইট শপ, খোয়া সুইট, 28 বেকার স্ট্রিট, কফি উইথ করণ মাগ এবং আরও অনেক বিলাসবহুল জিনিসপত্র।
এখানেই শেষ নয়। হ্যাম্পারটিতে করণের প্রিয় সুগন্ধি, একটি সীমিত সংস্করণের পানীয় এবং ডিজাইনার হোম আনুষাঙ্গিক অন্তর্ভুক্ত রয়েছে। করণ আরও বলেছিলেন যে এমন পণ্যও এখানে রয়েছে যা তিনি প্রকাশ করতে পারবেন না। তিনি বলেছিলেন, “এখানে এমন কিছু প্রডাক্ট রয়েছে, যার সম্বন্ধে খুব বেশি বিবরণ দেওয়া সম্ভব নয় ব্র্যান্ডিংয়ের কারণে।”
ডিজনি+ হটস্টারে স্ট্রিম হওয়া কফি উইথ করণ সিজন 7-এ এখনও পর্যন্ত যে সব তারকাদের দেখা গিয়েছে, সেই তালিকায় রয়েছেন আলিয়া ভাট-রণবীর সিং, বিজয় দেবেরকোন্ডা-অনন্যা পাণ্ডে, অক্ষয় কুমার-সামান্থা রুথ প্রভু, শহিদ কাপুর-কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্র-ভিকি কৌশল, ইশান খট্টর-সিদ্ধান্ত-কৌশল। এছাড়াও কফি উইথ করণ সিজ়ন সেভেনে অতিথি হিসেবে অনিল কাপুর-বরুণ ধাওয়ান, গৌরী খান-ভাবনা পাণ্ডে-মাহিপ কাপুর, টাইগার শ্রফ-কৃতি স্যানন, অর্জুন কাপুর-সোনম কাপুর, করিনা কাপুর খান-আমির খান এবং সারা আলি খান-জাহ্নবী কাপুরদের দেখা গিয়েছে।