পুজোর আগে থেকেই বিভিন্ন অনলাইন শপিং সাইটে সেল শুরু হয়ে গিয়েছে। কিছু জায়গায় সেল শেষের পথেও। কিন্তু অ্যামাজনে গ্রেড ইন্ডিয়ান সেল শেষ হয়ে যেতেও, কয়েকটা দিনের জন্য সেল বাড়িয়েছে। আর তাতেই অনেক জিনিসে প্রচুর ছাড় পাওয়া যাচ্ছে। সেই তালিকায় রয়েছে স্মার্টওয়াচও। আজকাল স্মার্টওয়াচের যুগ। ট্র্যাকিং অ্যাক্টিভিটি থেকে শুরু করে স্বাস্থ্যের যত্ন নেওয়া পর্যন্ত, এটিতে সহজেই সব কাজ করা যায়। তাই আপনিও যদি একটি কম দামের স্মার্টওয়াচ কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া না করাই ভাল। Amazon-এ আপনি অনেক বেশি দামের একটি ঘড়ি মাত্র 999 টাকায় পাবেন। BeatXP Marv Neo স্মার্টওয়াচটি 1,000 টাকার কম দামে দেওয়া হচ্ছে, যার উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচের দাম এবং অফার জেনে নিন।
BeatXP Marv Neo-এর দাম কত?
দাম সম্পর্কে বললে, এই স্মার্টওয়াচটির আসল দাম 6,499 টাকা কিন্তু এই স্মার্টওয়াচটিতে 85% ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তারপরে এই ঘড়িটি মাত্র 999 টাকায় কেনা যাবে। এমনকি আপনি এতে 900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পেয়ে যাবেন। এখনও পর্যন্ত প্রায় 8 হাজারেরও বেশি ব্যবহারকারী এই স্মার্টওয়াচটিকে 4টি রেটিং দিয়েছেন।
এই স্মার্টওয়াচে বিশেষ কী আছে?
ফিচারের কথা বললে, এতে রয়েছে 1.85 ইঞ্চি HD ডিসপ্লে। এটির সর্বোচ্চ ব্রাইটনেস 560 নিট। এতে আপনি রোদেও সব ভালভাবে দেখতে পাবেন। এটি একটি ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ যা সহজেই ফোনের সাথে কানেক্ট করা যায় এবং কল করার সুবিধা পাওয়া যায়। এটি স্মার্ট এআই ভয়েস অ্যাসিস্টেন্ট ব্যবহার করা হয়েছে।
এটিকে IP68 রেটিং দেওয়া হয়েছে, ফলে এটি জল প্রতিরোধীও। এটি 30 মিনিটের জন্য 1.5 মিটার পর্যন্ত জলে থাকতে পারে। এখানেই শেষ নয়। আপনি এতে ফাস্ট চার্জিং ফিচারও পেয়ে যাবেন। BeatXP Marv Neo স্মার্টওয়াচটি আপনার স্বাস্থ্যের উপর সম্পূর্ণ খেয়াল রাখবে। আপনি এতে হার্ট রেট সেন্সর থেকে SpO2 পর্যন্ত সমস্ত ফিচার পাবেন। এটি দেখতেও বেশ স্টাইলিশ।