Samsung ভারতের বাজারে নতুন Galaxy Tab A9 সিরিজ লঞ্চ করেছে। সেই সিরিজে দু’টি ট্যাব রাখা হয়েছে। একটি হল Galaxy Tab A9 এবং অন্যটি Galaxy Tab A9+। এগুলোর বিক্রি শুরু হয়ে গিয়েছে। তাই আপনি চাইলেই এখন কিনে ফেলতে পারেন। আপনি এই ট্যাব দু’টি গ্রাফাইট, সিলভার এবং নেভি রঙে বেশ কিনতে পারবেন। আপনি উভয় ট্যাবেই দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক।
উভয় ট্যাবের দাম-
এবার আসা যাক দামের কথায়। দাম সম্পর্কে বললে, Tab A9-এর 4GB RAM এবং 64GB স্টোরেজ ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা। যেখানে Wi-Fi + 5G ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা।
Galaxy Tab A9+ সম্পর্কে কথা বললে, এর 4 GB RAM এবং 64 GB স্টোরেজ ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম 18,999 টাকা। এর 5G ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। একই সময়ে, এর 8 GB RAM ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম 20,999 টাকা। এই সংস্করণে LTE ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা।
Samsung Galaxy Tab A9-এর ফিচার:
এই নতুন ট্যাবটিতে ডুয়াল সিম ফিচার হয়েছে। এতে একটি ই-সিম স্লট এবং একটি ফিজিক্যাল সিম স্লট রয়েছে। এটি Android 13 এ কাজ করে, যা OneUI 5.1.1 এর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এছাড়াও এটিতে একটি 8.7 ইঞ্চি WQXGA LCD ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 800×1340। এর রিফ্রেশ রেট 60 Hz। এই ট্যাবলেটটিতে MediaTek Helio G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে 4 GB RAM এবং 64 GB স্টোরেজ। এতে একটি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও একটি 25 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটিতে একটি ডুয়াল-স্পিকার সেটআপ রয়েছে, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। এতে 5100 mAh এর ব্যাটারি রয়েছে। এছাড়াও আপনি এতে এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট পেয়ে যাবেন।
Samsung Galaxy Tab A9+ এর ফিচার ও স্পেসিফিকেশন:
এটিতে ডুয়াল সিম সিস্টেম রয়েছে। অর্থাৎ আপনি একসঙ্গে দু’টি সিম রাখতে পারবেন। এতে একটি ই-সিম স্লট এবং একটি ফিজিক্যাল সিম স্লট রয়েছে। এটি Android 13 এ কাজ করে, যা OneUI 5.1.1-এর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। Samsung Galaxy Tab A9+ ট্যাবে একটি 11-ইঞ্চি WQXGA LCD ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 1200 x 1920। এর রিফ্রেশ রেট 90 Hz। এই ট্যাবলেটটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দেওয়া হয়েছে। এটিতে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ রয়েছে। এছাড়াও আপনি এতে একটি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়াও একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটিতে একটি কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে। এই নতুন ট্যাবে রয়েছে 5G, Wi-Fi, Bluetooth এবং USB Type-C পোর্ট।