ভারতে প্রথমবার এল ChatGPT চালিত স্মার্টওয়াচ, প্রি-বুকিং করলে প্রচুর টাকার ছাড়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 26, 2023 | 10:49 AM

ChatGPT Smartwatch: Crossbeats Nexus-এ রয়েছে 2.1 ইঞ্চি ফুল টাচ AMOLED ডিসপ্লে। এতে যেহেতু একটি বড় স্ক্রিন সাহায্যে আপনি ডিসপ্লেটি স্পষ্ট দেখতে পাবেন। এটি একটি AMOLED প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে।

ভারতে প্রথমবার এল ChatGPT চালিত স্মার্টওয়াচ, প্রি-বুকিং করলে প্রচুর টাকার ছাড়

Follow Us

স্মার্টওয়াচ এবং ওয়্যারলেস অডিও টেক কোম্পানি ক্রসবিটস (Crossbeats) একটি স্মার্টওয়াচ চালু করেছে, যা ChatGPT-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। Crossbeats Nexus হল ভারতের প্রথম স্মার্টওয়াচ যাতে ChatGPT-এর ব্যবহার করা হয়েছে। এ’টি দুটি রঙে বাজারে আনা হয়েছে- রূপালী এবং কালো। Crossbeats Nexus স্মার্টওয়াচের দাম 5,999 টাকা। ফলে আপনি যদি একটি উন্নত, দুর্দান্ত ফিচার সহ স্মার্টওয়াচ কিনতে চান, তাহলে দেরি না করে এই নতুন ক্রসবিটস নেক্সাস কিনে ফেলতেই পারেন। ক্রসবিটস নেক্সাসে বিশেষ কী রয়েছে আর এতে কী কী অফার পাওয়া যাবে, চলুন দেখে নেওয়া যাক।

ক্রসবিটস নেক্সাস স্মার্টওয়াচটি কোথা থেকে কিনবেন?

ক্রসবিটস নেক্সাস স্মার্টওয়াচটির প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এটি প্রি-বুক করতে, আপনাকে 999 টাকা দিতে হবে। স্মার্টওয়াচটি কেনার সময় এই দাম ধরে নেওয়া হবে। অর্থাৎ প্রি-বুকিং করতে আপনাকে আলাদা করে কোনও টাকা দিতে হবে না। তবে এতেও একটি অফার দিচ্ছে কোম্পানিটি। যে ব্যবহারকারীরা এই স্মার্টওয়াচটিটি প্রি-বুক করবেন, তাদের কিছু ছাড় দেওয়া হবে।

Crossbeats Nexus-এর ফিচার:

Crossbeats Nexus-এ রয়েছে 2.1 ইঞ্চি ফুল টাচ AMOLED ডিসপ্লে। এতে যেহেতু একটি বড় স্ক্রিন সাহায্যে আপনি ডিসপ্লেটি স্পষ্ট দেখতে পাবেন। এটি একটি AMOLED প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। আপনি এই ঘড়িতে রুট ট্র্যাকিং ফিচারও পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ডাইনামিক আইল্যান্ড এবং ইবুক রিডারের মতো ফিচার। এতে অল্টিমিটার, ব্যারোমিটার এবং কম্পাসের মতো ফিচার দেওয়া হয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য এই স্মার্টওয়াচটি একেবারে উপযুক্ত। এটি ChatGPT-এর সম্পূর্ণ ইন্টিগ্রেশন সহ ভারতে প্রথম স্মার্টওয়াচ। স্মার্টওয়াচগুলি ধীরে ধীরে আরও উন্নত হবে বলেই দাবি কোম্পানির।

Next Article