Fake Currency Identifying Apps: জাল নোটে বাজার ছয়লাপ! এক লহমায় আসল-নকল চেনাবে এই তিন মোবাইল অ্যাপ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 03, 2022 | 11:38 AM

Mobile Apps To Identify Fake Currency: হাতে যে 500 টাকার নোটটা দোকান থেকে ফেরত পেয়েছেন, সেটা নকল নয় তো? আসল নাকি নকল তা ধরতে পারছেন না? রয়েছে একাধিক মোবাইল অ্যাপ, একবার সেগুলির সাহায্যে ট্রাই করে দেখুন না।

Fake Currency Identifying Apps: জাল নোটে বাজার ছয়লাপ! এক লহমায় আসল-নকল চেনাবে এই তিন মোবাইল অ্যাপ
প্রতীকী ছবি।

Follow Us

জাল নোট (Fake Currency) দিনের পর দিন আম আদমির জন্য এক নিদারুণ সমস্যার কারণ হয়ে উঠছে। ইদানিং জাল নোট ধরার কাজটাও অত্যন্ত দুষ্কর হয়ে উঠেছে। ফলে, সাধারণ মানুষকে ভুগতেও হচ্ছে অজান্তেই। কে কখন কার হতে একটা নকল 500 টাকার নোট দিয়ে বসেন, তা সত্যিই ধরাটা কঠিন। তবে আজকাল প্রযুক্তি অনেকটাই উন্নত হয়েছে। জাল নোট সহজেই ধরে ফেলার জন্য বাজারে হাজার-একটা নতুন পন্থাও এসে গিয়েছে। তার মধ্যে সবথেকে কার্যকর এবং ছাপোষা সাধারণ মানুষের জন্যও একটা নকল নোট ধরে ফেলার সহজতর উপায় হল মোবাইল অ্যাপ। হ্যাঁ, একাধিক মোবাইল অ্যাপ রয়েছে যেগুলির মাধ্যমে এক লহমায় কোন নোট আসল, আর কোন নোট নকল তা ধরে ফেলা যাবে। সেই অ্যাপগুলির সঙ্গেই একবার পরিচয় করে নেওয়া যাক।

INR Fake Note Check Guide

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। গাইড নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, এই অ্যাপটিও আপনার জন্য একটি গাইড হিসেবেই কাজ করবে। এই অ্যাপ ডেভেলপরা সংস্থাটি দাবি করেছে যে, যে কোনও নোটের ছবি অ্যাপটিতে আপলোড করার সঙ্গে-সঙ্গেই তা বলে দেবে, সেটি আসল নাকি নকল। এই অ্যাপের আরও একটি মহৎ কাজ হল, জাল নোট সম্পর্কে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা। মূলত নোটিফিকেশনের মাধ্যমেই এই অ্যাপটি তার ব্যবহারকারীদের জাল নোট সম্পর্কে সচেতন করে।

Counterfeit Money Detector

এটি একটি আন্তর্জাতিক মোবাইল অ্যাপ। ভারতীয় মুদ্রাও আসল নাকি নকল, তা যাচাই করা যায় এখানে। অ্যাপটি ওপেন করার পর দেশের নাম লিখতে হবে। তারপর সেই দেশের মুদ্রা সংক্রান্ত বেসিক কয়েকটি তথ্য দিয়ে দিতে হবে। এবার নোটের ছবি তুলে তা আপলোড করে দিলেই অ্যাপটি জানিয়ে দেবে তা আসল নাকি নকল। কাউন্টারফিট মানি ডিটেক্টর অ্যাপটিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচারও। নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের একটা নোট সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে দেবে অ্যাপটি। শুধু ভারত কেন। বিশ্বের সমস্ত দেশের মুদ্রার আসল, নকল যাচাই করার ক্ষমতা রয়েছে এই মোবাইল অ্যাপের।

Chkfake App

সম্ভবত এই একটি মাত্রই নকল নোট সনাক্তকারী অ্যাপ রয়েছে, যা iOS এবং Android দুই ধরনের ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ। এই অ্যাপ আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করেই ব্যবহার করতে পারবেন। একবার ইনস্টল করার পর এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে। তারপর অ্যাপটি নোট সংক্রান্ত তথ্য সংগ্রহ করে মিনিট দুয়েকের মধ্যেই ফলাফল জানিয়ে দিতে পারবে। আপনি যে নোটের ছবি আপলোড করেছেন, তার আসল-নকল পরিচয় যাচাই করতে অ্যাপটি নিজে থেকেই সার্চিংয়ের কাজ করে থাকে। তারপরই সেই নোট সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যবহারকারীকে জানানো হয়। এছাড়াও, বেশি তাড়াহুড়ো থাকলে ব্যবহারকারী নিজেও এই নোট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

Next Article