ভারতে লঞ্চ হতে চলেছে Realme Pad X। রিয়েলমি ইন্ডিয়া সংস্থার সিইও মাধব শেঠ জানিয়েছেন যে ভারতে তাঁদের সংস্থার প্রিমিয়াম ট্যাবলেট লঞ্চ হবে। তবে এই ট্যাব ভারতে কবে লঞ্চ হতে চলেছে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। Bureau of Indian Standards (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে Realme Pad X- এর নাম দেখা গিয়েছে। এর থেকে অনুমান যে ভারতে রিয়েলমির এই ট্যাব লঞ্চ হতে আর বেশি দেরি নেই। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। যদি বিভিন্ন সূত্র মারফৎ শোনা যাচ্ছে যে হয়তো জুন মাসেই এই ট্যাব ভারতে লঞ্চ হতে পারে। 91Mobiles- এর রিপোর্টেও বলা হয়েছে যে রিয়েলমি সংস্থার এই প্রিমিয়াম ট্যাবলেট Realme Pad X সম্ভবত জুন মাসেই ভারতে লঞ্চ হতে পারে। হয়তো চলতি মাসের প্রথম ভাগে অর্থাৎ ১৫ জুনের মধ্যে এই ট্যাব ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট তারিখ প্রকাশ্যে আসেনি।
শোনা যাচ্ছে, Realme Pad X- এর ভারতীয় মডেল ৪ জিবি ও ৬ জিবি- এই দুই র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। তিনটে রঙে রিয়েলমির এই প্রিমিয়াম ট্যাবলেট ভারতে লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে। গ্লেসিয়ার ব্লু, রেসিং গ্রিন এবং গ্লোয়িং গ্রে- এই তিন রঙে Realme Pad X ভারতে লঞ্চ হতে পারে। এবার দেখে নেওয়া যাক ভারতে Realme Pad X- এর দাম কত হতে পারে। এখনও আনুষ্ঠানিক ভাবে এই ট্যাবের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ঘোষণা করা হয়নি। তবে চিনে Realme Pad X ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। সেখানে এই ট্যাবের দাম CNY 1,299- ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা। ভারতে হয়তো এর কাছাকাছিই দাম হতে পারে রিয়েলমির প্রিমিয়াম ট্যাবলেট Realme Pad X- এর।
Realme Pad X- এর স্পেসিফিকেশনগুলো দেখে নিন একনজরে