ভারতে লঞ্চ হতে চলেছে Realme Pad X, কবে আসছে এই ট্যাব? দেখুন সম্ভাব্য স্পেসিফিকেশন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 03, 2022 | 9:56 AM

Realme Pad X: শোনা যাচ্ছে, Realme Pad X- এর ভারতীয় মডেল ৪ জিবি ও ৬ জিবি- এই দুই র‍্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। তিনটে রঙে রিয়েলমির এই প্রিমিয়াম ট্যাবলেট ভারতে লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে।

ভারতে লঞ্চ হতে চলেছে Realme Pad X, কবে আসছে এই ট্যাব? দেখুন সম্ভাব্য স্পেসিফিকেশন
ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সংস্থার প্রিমিয়াম ট্যাবলেট Realme Pad X।

Follow Us

ভারতে লঞ্চ হতে চলেছে Realme Pad X। রিয়েলমি ইন্ডিয়া সংস্থার সিইও মাধব শেঠ জানিয়েছেন যে ভারতে তাঁদের সংস্থার প্রিমিয়াম ট্যাবলেট লঞ্চ হবে। তবে এই ট্যাব ভারতে কবে লঞ্চ হতে চলেছে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। Bureau of Indian Standards (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে Realme Pad X- এর নাম দেখা গিয়েছে। এর থেকে অনুমান যে ভারতে রিয়েলমির এই ট্যাব লঞ্চ হতে আর বেশি দেরি নেই। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। যদি বিভিন্ন সূত্র মারফৎ শোনা যাচ্ছে যে হয়তো জুন মাসেই এই ট্যাব ভারতে লঞ্চ হতে পারে। 91Mobiles- এর রিপোর্টেও বলা হয়েছে যে রিয়েলমি সংস্থার এই প্রিমিয়াম ট্যাবলেট Realme Pad X সম্ভবত জুন মাসেই ভারতে লঞ্চ হতে পারে। হয়তো চলতি মাসের প্রথম ভাগে অর্থাৎ ১৫ জুনের মধ্যে এই ট্যাব ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট তারিখ প্রকাশ্যে আসেনি।

শোনা যাচ্ছে, Realme Pad X- এর ভারতীয় মডেল ৪ জিবি ও ৬ জিবি- এই দুই র‍্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। তিনটে রঙে রিয়েলমির এই প্রিমিয়াম ট্যাবলেট ভারতে লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে। গ্লেসিয়ার ব্লু, রেসিং গ্রিন এবং গ্লোয়িং গ্রে- এই তিন রঙে Realme Pad X ভারতে লঞ্চ হতে পারে। এবার দেখে নেওয়া যাক ভারতে Realme Pad X- এর দাম কত হতে পারে। এখনও আনুষ্ঠানিক ভাবে এই ট্যাবের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ঘোষণা করা হয়নি। তবে চিনে Realme Pad X ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। সেখানে এই ট্যাবের দাম CNY 1,299- ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা। ভারতে হয়তো এর কাছাকাছিই দাম হতে পারে রিয়েলমির প্রিমিয়াম ট্যাবলেট Realme Pad X- এর।

Realme Pad X- এর স্পেসিফিকেশনগুলো দেখে নিন একনজরে

  • এই ট্যাবে রয়েছে একটি ১১ ইঞ্চির এলসিডি স্ক্রিন। সেখানে রয়েছে ২কে রেজোলিউশন। ইউজারদের চোখের সুরক্ষার জন্য থাকছে একটি TUV Rheinland ব্লু লাইট ফিল্টার, অন্ধকারে এই ট্যাব দেখার ক্ষেত্রে ইউজারদের চোখে আরাম দেবে এই ফিচার।
  • রিয়েলমির এই প্রিমিয়াম ট্যাবে stylus সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে কোয়াড স্পিকার। সেখানে Dolby Atmos এবং হাই রেজোলিউশন অডিয়ো সাপোর্ট রয়েছে।
  • Realme Pad X ট্যাবে একটি অক্টা-কপ্র কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে।
  • কেবলমাত্র ওয়াই-ফাই ভার্সানে রিয়েলমির এই প্রিমিয়াম ট্যাবলেট লঞ্চ হয়েছে। এই ট্যাবের ফ্রন্ট ক্যামেরা সেনসরে ১০৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ রয়েছে। আর ট্যাবের পিছনের অংশে রেয়ার ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেলসের সেনসর।
  • Realme Pad X ট্যাবে একটি ৮৩৪০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
Next Article