boAT Xtend Talk Smartwatch: দেশের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড বোট একটি নতুন স্মার্টওয়াচ নিয়ে হাজির হয়েছে। এই নতুন বোট এক্সটেন্ড টক স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং, অ্যালেক্সা সাপোর্ট, IP68 রেটিং-সহ আরও একাধিক বৈশিষ্ট্য। বাজেট স্মার্টওয়াচটিতে 2.5D কার্ভড স্ক্রিন দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা হল এই স্মার্ট হাতঘড়িটির দাম 3,000 টাকার মধ্যেই।
নতুন বোট স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট সেন্সর, একটি SpO2 মনিটর এবং একটি VO2 Max মনিটর। আপনার প্রতিটা পদক্ষেপ ট্র্যাক করা থেকে শুরু করে ক্যালোরি মাপা-সহ একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে। ডিভাইসটিতে 60+ স্পোর্টস মোড এবং একটি অটো ওয়ার্কআউট ডিটেকশন ফিচারও রয়ছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, ব্যাপক হারে ব্যবহারের পরেও এটি 10 দিনের ব্যাটারি ব্যাকআপ দতে পারে। আবার যদি ব্লুটুথ কলিং এনাবল করা থাকে, তাহলে দুই দিন নিশ্চিন্তে।
বোট এক্সটেন্ড টক স্মার্ট ঘড়িটি IP68 রেটিং প্রাপ্ত। বোট জানাচ্ছে, ঘড়িটি 150-রও বেশি ওয়াচ ফেস সাপোর্ট করবে। রয়েছে একটি 300mAh ব্যাটারি। রেক্টাঙ্গুলার ডায়ালের এই ঘড়ির ঠিক ডান দিকে থাকছে একটাই মাত্র বাটন। 1.69 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, যা HD রেজ়োলিউশন সাপোর্ট করে।
বোট এক্সটেন্ড টক স্মার্টওয়াচের দাম শুরু হচ্ছে 2,999 টাকা। অ্যামাজ়ন ও বোটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘড়িটি কিনতে পারবেন কাস্টমাররা। পিচ প্ল্যাক, চেরি ব্লসম এবং টিম গ্রিন এই তিনটি রঙে বিক্রি করা হবে ঘড়িটি।
এদিকে সম্প্রতি তিনটি স্মার্টওয়াচ একত্রে লঞ্চ করেছে ফিটবিট, যাদের প্রাইস পয়েন্ট ভিন্ন। তবে নতুন ফিটবিট ঘড়িগুলির একটিরও দাম 5,000 টাকার মধ্যে নয়। তিনটি মডেলের মধ্যে সবথেকে সস্তা হল Fitbit Inspire 3, যার দাম 8,999 টাকা। Fitbit Versa 4 ঘড়িটির দাম 20,499 টাকা এবং সর্বশেষ Fitbit Sense 2 স্মার্টওয়াচের দামও একই 20,499 টাকা।