কেতাদুরস্ত BOULT Mirage স্মার্টওয়াচের আগমন, মাত্র 1,799 টাকায় একাধিক জরুরি ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 03, 2023 | 8:37 PM

BOULT-এর তরফ থেকে জানানো হয়েছে, Mirage স্মার্ট হাতঘড়িটিতে রয়েছে খুবই হাল্কা মেটাল ফ্রেম। 1.39 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে ঘড়িটিতে, যার রেজ়োলিউশন 360x360 পিক্সেল। স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে 2,199 টাকায়। তবে স্পেশ্যাল লঞ্চ অফারে এই ঘড়িই ব্যবহারকারীরা কয়েক দিনের জন্য মাত্র 1,799 টাকায় পেয়ে যাবেন।

কেতাদুরস্ত BOULT Mirage স্মার্টওয়াচের আগমন, মাত্র 1,799 টাকায় একাধিক জরুরি ফিচার্স
কম খরচে তাক লাগানো স্মার্টওয়াচ।

Follow Us

দেশি কনজ়িউমার টেক ব্র্যান্ড BOULT শুক্রবার তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে, যার নাম Mirage। লেটেস্ট BOULT Mirage স্মার্টওয়াচে রয়েছে 1.39 ইঞ্চির HD ডিসপ্লে, ব্লুটুথ কলিং এবং প্রায় 120টিরও বেশি স্পোর্টস মোড। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য সস্তার এই স্মার্টওয়াচটি বহুমুখী। ব্যবহারকারীদের অন্যতম সেরা পছন্দ হয়ে ওঠার সবরকম বৈশিষ্ট্য এই স্মার্টওয়াচটির মধ্যে রয়েছে। BOULT-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

BOULT Mirage স্মার্টওয়াচটিতে রয়েছে বিভিন্ন ধরনের স্ট্র্যাপ অপশন, যার মধ্যে জ়িঙ্ক অ্যালয় ফ্রম এবং মেটালিক স্ট্র্যাপও রয়েছে। এই মেটালিক স্ট্র্যাপগুলি আইনক্স স্টিল, অ্যাম্বার ব্লু এবং কোল ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাবে। স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে 2,199 টাকায়। তবে স্পেশ্যাল লঞ্চ অফারে এই ঘড়িই ব্যবহারকারীরা কয়েক দিনের জন্য মাত্র 1,799 টাকায় পেয়ে যাবেন।

BOULT-এর তরফ থেকে জানানো হয়েছে, Mirage স্মার্ট হাতঘড়িটিতে রয়েছে খুবই হাল্কা মেটাল ফ্রেম। 1.39 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে ঘড়িটিতে, যার রেজ়োলিউশন 360×360 পিক্সেল। IP67 ওয়াটার রেজ়িস্ট্যান্ট এই স্মার্টওয়াচটি ওয়ার্ক আউটের জন্য যথার্থ।

ফিটনেস ফ্রিকদের জন্য একাধিক জরুরি বৈশিষ্ট্য রয়েছে ঘড়িটিতে। রানিং, ওয়াকিং, সাইক্লিং সহ আরও অন্যান্য ওয়ার্কআউট অ্যাক্টিভিটির জন্য এই ঘড়িতে রয়েছে 120টি স্পোর্টস মোড। পাশাপাশিই আবার রয়েছে একাধিক জরুরি হেল্থ মনিটরিং টুল যেমন, হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজ়েন মনিটর, একটি স্লিপ ট্র্যাকার।

BOULT Mirage হল একটি মাল্টি ফাংশনাল ওয়্যারেবল। ঘড়িটি যেমন ব্লুটুথ কলিং সাপোর্ট করে, তেমনই আবার বিল্ট-ইন স্পিকার রয়েছে এতে। আবার কল, মিউজডিক ও পডকাস্ট শোনার জন্য রয়েছে একটি মাইক্রোফোনও।

Next Article