বিভিন্ন ই-কমার্স সাইটে ফেস্টিভ সেল চলছে, যাতে আপনি ট্যাবলেট এবং অন্যান্য গ্যাজেটে বিশাল ছাড় পেয়ে যাবেন। অনেক দামি সব গ্যাজেট কম দামে কেনা যাচ্ছে। আপনিও যদি একটি ট্যাব কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া না করাই ভাল। আপনি বিভিন্ন ই-কমার্স সাইট থেকে কিনতে পারেন। তবে কেনার সময় Amazon ও Flipkart-এর দামের তফাৎ দেখে তারপরেই কিনবেন। এতে একটু হলেও আপনার টাকা বাঁচবে। আপনি Apple, Xiaomi এবং Samsung এর ট্যাবলেটগুলিতে দুর্দান্ত ছাড় পাবেন। চলুন জেনে নেওয়া যাক কোন ট্যাবে কত ডিসকাউন্ট পাবেন।
Apple iPad Air M1
এই Apple iPad-এ 17 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, যা আপনি মাত্র 49,998 টাকায় কিনতে পারবেন। আপনি SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে Apple iPad Air M1-এ 5000 টাকা পর্যন্ত 10 শতাংশ অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। ফলে দাম অনেকটাই কমে যাবে।
Samsung Galaxy Tab S7 FE
আপনি এই Samsung ট্যাবলেটে 30 শতাংশ ছাড় পাবেন, যাতে আপনি Samsung Galaxy Tab S7 FE ট্যাবলেটটি মাত্র 34,999 টাকায় কিনতে পারবেন। এছাড়াও রয়েছে ব্যাঙ্ক অফার। আপনি যদি SBI কার্ডের মাধ্যমে এই ট্যাবলেটটি কেনেন, তাহলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পেয়ে যাবেন।
Lenovo Tab M10 FHD Plus
আপনাকে এই Lenovo ট্যাবলেটটি কিনতে হলে 16,999 টাকা খরচ করতে হবে। এতে 50 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, যাতে আপনি Lenovo Tab M10 FHD Plus অনেক কম দামে কিনে ফেলতে পারবেন। এর বাইরে SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন।
Honor Pad X9
আপনি Honor-এর এই ট্যাবলেটটি মাত্র 13,998 টাকায় কিনতে পারবেন। এই ট্যাবটিতে 46 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। SBI কার্ড ব্যবহারকার করে কিনলে এতে 10 শতাংশ ছাড় পাবেন।
Xiaomi Pad 6
আপনাকে এই Xiaomi প্যাডে 36 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, তাই আপনি এটি মাত্র 25,998 টাকায় কিনতে পারবেন। SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
Samsung Galaxy Tab A8
আপনি এই Samsung ট্যাবলেটটি মাত্র 18,999 টাকায় কিনতে পারবেন। এতে 34 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি এতে 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন।