বর্ষায় ভাঁটা AC-র রমরমা বাজারে, হাফ দামে Carrier, Lloyd এবং Daikin AC

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 13, 2023 | 6:06 PM

বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে শুরু করে রিটেল দোকানে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের AC-তে মিলছে আকর্ষণীয় ছাড়। তালিকায় রয়েছে Carrier, Lloyd এবং Daikin সহ একাধিক ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার। এখন এই সব কোম্পানির এসি আপনি কতটা কম দামে পাবেন, সেই সব তথ্য জেনে নিন।

বর্ষায় ভাঁটা AC-র রমরমা বাজারে, হাফ দামে Carrier, Lloyd এবং Daikin AC
ব্যাপক ছাড়ে এয়ার কন্ডিশনার।

Follow Us

AC Offers Amazon: দেশের প্রায় সমস্ত প্রান্তেই অল্প-বিস্তর বৃষ্টি হচ্ছে। তার ফলে তীব্র গরম থেকে স্বস্তি পেয়েছেন মানুষ। সেই কারণে গরমের তুলনায় এই ঘোর বর্ষায় AC কেনার ধুমও অনেকটাই কমেছে। এমনই পরিস্থিতিতে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে শুরু করে রিটেল দোকানে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের AC-তে মিলছে আকর্ষণীয় ছাড়। অনেক দিন ধরেই যদি আপনার এয়ার কন্ডিশনার কেনার পরিকল্পনা থাকে, তাহলে এর থেকে ভাল সময় আর হতে পারে না। AC কিনতে আর এক বছর অপেক্ষা করতে হবে না। তার আগেই আপনি পেয়ে যেতে পারেন হাফেরও কম দামে বিভিন্ন ব্র্যান্ডের এসি। তালিকায় রয়েছে Carrier, Lloyd এবং Daikin সহ একাধিক ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার। এখন এই সব কোম্পানির এসি আপনি কতটা কম দামে পাবেন, সেই সব তথ্য জেনে নিন।

Daikin 1.5 টনের 3 স্টার ইনভার্টার স্প্লিট AC

এমনিতে Amazon-এ এই এয়ার কন্ডিশনারের দাম 58,400 টাকা। তবে আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। মাত্র 37,990 টাকায় এই এয়ার কন্ডিশনার আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। তার উপরে আবার রয়েছে সাধারণ ইএমআই থেকে শুরু করে নো-কস্ট ইএমআই সহ নানাবিধ অফার। সবথেকে বড় কথা হল এই এয়ার কন্ডিশনারের উপরে আপনি পেয়ে যাবেন 10 বছরের ওয়ারান্টি।

Carrier 1.5 টনের 3 স্টার AI ফ্লেক্সিকুল ইনভার্টার স্প্লিট AC

ব্যাপক ছাড়ে পাওয়া যাবে Carrier এর দুর্ধর্ষ একটি এয়ার কন্ডিশনার। অ্যামাজ়নে এই এসির দাম এমনিতে 67,790 টাকা। কিন্তু আপনি তা পেয়ে যাবেন এক্কেবারে হাফ-দামে। মাত্র 33,990 টাকায় এয়ার কন্ডিশনারটি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। নো-কস্ট ইএমআই এবং সাধারণ ইএমআই এর অফার তো রয়েইছে। এছাড়া এয়ার কন্ডিশনারটির উপরে আপনি পেয়ে যাবেন 10 বছরের ওয়ারান্টি।

Lloyd 1.5 টনের 3 স্টার ইনভার্টার স্প্লিট AC

Lloyd এর চমৎকার একটি স্প্লিট এসি ব্যাপক ছাড়ে পাওয়া যাচ্ছে। সেটি একটি 1.5 টনের 3 স্টার ইনভার্টার স্প্লিট AC। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজ়নে এই এয়ার কন্ডিশনারের দাম 58,990 টাকা। বর্ষার মরসুমে এয়ার কন্ডিশনারটি আপনি পেয়ে যাবেন 33,999 টাকায়। এছাড়াও EMI অফারে আপনি এই এসি ক্রয় করতে পারবেন প্রতি মাসে মাত্র 1,632 টাকা খরচ করে। Lloyd এই স্প্লিট এসি-তে 1 বছরের ওয়ারান্টি দিচ্ছে।

Next Article