দুরন্ত লুকের Fire-Boltt Visionary Ultra স্মার্টওয়াচ হাজির, দাম মাত্র 3,499 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 13, 2023 | 7:42 PM

Fire-Boltt Visionary Ultra স্মার্ট হাতঘড়িতে রয়েছে বেশ বড় AMOLED ডিসপ্লে। সেই ডিসপ্লেতে আবার রোটেটিং ক্রাউন বাটন দেওয়া হয়েছে। স্টেইনলেস স্টিল স্ট্র্যাপ থাকছে, যা ঘড়িটিকে একটি ক্লাসি লুক দিচ্ছে।

দুরন্ত লুকের Fire-Boltt Visionary Ultra স্মার্টওয়াচ হাজির, দাম মাত্র 3,499 টাকা
এসে গেল দুর্দান্ত স্মার্টওয়াচ।

Follow Us

গত সপ্তাহে Fire-Boltt তার Emerand স্মার্টওয়াচটি লঞ্চ করেছিল। সাত দিন যেতে না যেতেই সংস্থাটি আর একটি চমৎকার স্মার্ট হাতঘড়ি নিয়ে হাজির হল, যার নাম Fire-Boltt Visionary Ultra। লেটেস্ট স্মার্ট হাতঘড়িতে রয়েছে বেশ বড় AMOLED ডিসপ্লে। সেই ডিসপ্লেতে আবার রোটেটিং ক্রাউন বাটন দেওয়া হয়েছে। স্টেইনলেস স্টিল স্ট্র্যাপ থাকছে, যা ঘড়িটিকে একটি ক্লাসি লুক দিচ্ছে। লেদার স্ট্র্যাপও রয়েছে এই ঘড়িতে। তবে তা একটি বিশেষ ভার্সনে, যার নাম Fire-Boltt Visionary Pro। ঘড়িটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি জেনে নিন।

Fire-Boltt Visionary Ultra: ফিচার ও স্পেসিফিকেশন

এই স্মার্টওয়াচে রয়েছে একটি 1.78 ইঞ্চির অলওয়েজ়-অন AMOLED স্ক্রিন, যা অলওয়েজ়-অন ডিসপ্লে ফিচার করছে। ঘড়িটির যে আলট্রা এবং প্রো ভার্সন রয়েছে, তাদের তফাত মূলত মেটাল স্ট্র্যাপ এবং ম্যাগনেটিক লেদার স্ট্র্যাপের ভিত্তিতেই। দুটি ভার্সনেই রোটেটিং ক্রাউন দেওয়া হয়েছে নেভিগেশনের সুবিধার্থে।

ব্লুটুথ ব্যবহার করে এই স্মার্টওয়াচ থেকে আপনি কল করতে পারবেন। পাশাপাশি কল হিস্ট্রি চেক করতে পারবেন, কন্ট্যাক্টও সিঙ্ক করতে পারবেন। কল নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে মিক এবং স্পিকার। সবথেকে বড় কথা হল, 110টি স্পোর্টস মোড রয়েছে ঘড়িটিতে। ভয়েস অ্যাসিস্ট্যান্টকে দিয়েও একাধিক কাজ করিয়ে নিতে পারেন। আপনার ঘুম, SpO2, হার্ট রেট এবং মহিলাদের স্বাস্থ্যের একাধিক গুরুতর বিষয় ট্র্যাক করতে পারে ঘড়িটি। এছাড়া আপনি যদি আরও ভাল ভাবে নিঃশ্বাস নিতে চান, তার জন্য ঘড়িটি আপনাকে প্রশিক্ষণও দেবে।

জল এবং ধুলোবালি প্রতিরোধক এই স্মার্টওয়াচ আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। কোনও ওয়্যার ছাড়াই ইয়ারবাডের সঙ্গে কানেক্ট করতে পারে খুব সহজে। রয়েছে ফ্ল্যাশলাইট, শো নোটিফিকেশন, ওয়েদার আপডেট দিতে পারবে আপনাকে। এমনকি, আপনার ফোনের মিউজ়িক ও ক্যামেরাও নিয়ন্ত্রণ করা যেতে পারে ঘড়ি থেকেই। টাইমার, অ্যালার্ম বা স্টপওয়াচ হিসেবেও আপনি কাজে লাগাতে পারেন। স্মার্টওয়াচটির ব্যাটারি এক চার্জে 5 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

Fire-Boltt Visionary Ultra: ঘড়ির দাম কত

ইন্ট্রোডাক্টারি অফারে এই স্মার্টওয়াচ আপনি পেয়ে যাবেন মাত্র 3,499 টাকায়। গোল্ড, ব্ল্যাক এবং সিলভার কালার অপশনে ঘড়িটি পাওয়া যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজ়ন থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন।

Next Article