এই গরমে এক একদিন বৃষ্টি হলেও, তাতে বিশেষ কোনও স্বস্তি পাওয়া যাচ্ছে না বললেই চলে। আর এমন অবস্থায় অনেকেই এসি কেনার কথা ভাবছেন। স্প্লিট এয়ার কন্ডিশনার অনেক দামি। তাই অনেকে প্ল্যান করেও কিনে উঠতে পারেন না। রাতে আরামের ঘুম চাইলে এই গরমে এয়ার কন্ডিশনার কিন্তু লাগবেই। তাই বেশি গরম পড়ার আগেই চটপট কিনে ফেলুন বাজারে সেরা এসিটি। তাও আবার এত সস্তায়। আপনাকে স্প্লিট এয়ার কন্ডিশনার কিনতে অনেক টাকা খরচ করতে হবে না। আর সেই উপায়ই জেনে নিন। অনলাইনে সবচেয়ে সস্তা স্প্লিট এয়ার কন্ডিশনার পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রচুর মানুষ অনলাইনে কেনাকাটা করেন। তাই কোম্পানিগুলিও অনেক ছাড় দেয় তাদের ডিভাইসের উপর।
আপনি AmazonBasics 1 টন 3 স্টার স্প্লিট এসিটি কিনতে পারেন। যা অনেক কমেই পেয়ে যাবেন। এই এয়ার কন্ডিশনারটি কোনও উইন্ডো এয়ার কন্ডিশনারের মতো নয়। এই এয়ার কন্ডিশনারটির দাম আসলে 49,000 টাকা। কিন্তু এতে 47% এর বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরপরে আপনি এটি কিনতে মাত্র 25,990 টাকায় কিনতে পারবেন। এই দামে আপনি সবসময় উইন্ডো এয়ার কন্ডিশনার পেয়ে যাবেন। কিন্তু এবার এই একই দামে আপনি AmazonBasics 1 টন 3 স্টার স্প্লিট এসিটি কিনে নিন।
কেন কিনবেন এই এসি?
এই স্প্লিট এসিটি 1 টনের। তাই এটি মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ঘরকে ঠান্ডা করে দিতে পারে। এই এয়ার কন্ডিশনারে নন-ইনভার্টার কম্প্রেসার দেওয়া হয়েছে। এটিতে 3 স্টার BEE রেটিং দেওয়া হয়েছে। অনেকেই এসি কেনার আগে বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা করেন। কারণ এসি লাগানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিল অনেকটাই বেশি আসে। তবে আপনি এই এসিটি লাগালে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। এটি 3.56 শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। শুধু যে দুর্ধর্ষ কুলিং বা এনার্জি এফিশিয়েন্সির ফিচার রয়েছে, তাই নয়। তার সঙ্গে পাবেন অভিনব টেম্পারেচর কন্ট্রোলিং টেকনোলজিও। একই সঙ্গে রয়েছে দারুণ সব মোডও। এছাড়াও এতে পিউরিফিকেশন টেকনোলজি ও হেলদিয়ার এনভায়ররনমেন্টের ফিচারও রয়েছে।