Chillbox Portable AC: ছোট্ট এই AC-তে কয়েক টুকরো বরফ দিলেই আপনার ঘরে হিমশীতল পরিবেশ, দামও খুব কম

ডিভাইসটির ভিতরে রয়েছে একটি ছোট্ট কুঠুরি। আপনাকে তার ভিতরে বরফ ভরতে হবে খালি। ব্যস! তাহলেই খেল খতম! প্রতি মুহূর্তে Chillbox Portable AC আপনাকে কনকনে ঠান্ডা হাওয়া দিতে থাকবে। তার থেকেও বড় কথা, এই পোর্টেবল এসিকে আপনি এয়ার হিউমিডিফায়ার এবং এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজে লাগাতে পারেন।

Chillbox Portable AC: ছোট্ট এই AC-তে কয়েক টুকরো বরফ দিলেই আপনার ঘরে হিমশীতল পরিবেশ, দামও খুব কম
দুর্দান্ত এক পোর্টেবল এসি।
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 8:39 PM

Latest Portable AC: ছোট্ট একটা AC হার মানাতে পারে দামি, বড় এয়ার কন্ডিশনারগুলিকেই। বাজারে সেরকমই একটা Portable AC হাজির হয়েছে, যা তৈরি করেছে Chillbox নামের একটি সংস্থা। পলিকার্বোনেট মেটিরিয়াল দিয়ে তৈরি এই মিনি এসি আপনি কন্ট্রোল করতে পারবেন বাটনের সাহায্যে। এটি ব্যবহার করাও খুব সহজ। ডিভাইসটির ভিতরে রয়েছে একটি ছোট্ট কুঠুরি। আপনাকে তার ভিতরে বরফ ভরতে হবে খালি। ব্যস! তাহলেই খেল খতম! প্রতি মুহূর্তে Chillbox Portable AC আপনাকে কনকনে ঠান্ডা হাওয়া দিতে থাকবে। তার থেকেও বড় কথা, এই পোর্টেবল এসিকে আপনি এয়ার হিউমিডিফায়ার এবং এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজে লাগাতে পারেন। Chillbox-এর এই মিনি এসি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Chillbox Portable AC: ফিচার ও স্পেসিফিকেশন

খুব সহজ ভাবে বলতে গেলে মিনি পার্সোনাল এয়ার কুলারটি আপনি কাজে লাগাতে পারেন সাধারণ ডেস্ক ফ্যান হিসেবেও। এই পোর্টেবল এসি আবার LED নাইচ লাইট হিসেবেও কাজ করে। এর ভিচরে সামান্য কিছুটা জল এবং বরফ দিলেই তা থেকে আপনি ঠান্ডা হাওয়া পেতে পারেন। এর বিল্ট-ইন নেগেটিভ আয়ন জেনারেটরটি সক্রিয় ভাবে PM2.5 পিউরিফাই করতে পারে এবং তার মধ্যে দিয়েই আপনি আখেরে মৃদুমন্দ পরিষ্কার বাতাস অনুভব করেন।

120 ডিগ্রি অ্যাডজাস্টেবল রোটেশন ডিরেকশনে এয়ার কন্ডিশনারটি তিনটি স্তরে উইন্ড স্পিড দিতে পারে। রাত্রিবেলা সাতটি ভিন্ন রঙের আলো জ্বালাতে পারে, এর উপরে রয়েছে একটি 700ML ওয়াটার ট্যাঙ্ক। খুব সহজেই আপনি মিনি এসিটিকে অপারেট করতে পারবেন। ডিভাইসটির পিছনে রয়েছে বাটন। সেটি অন করলেই চলতে থাকবে।

এই এসি আকারে খুবই ছোট, হাল্কাও। আপনি যে কোনও জায়গায় এটিকে বহন করতে পারবেন। তবে এমনটা নয় যে, এসি অন করলেই তার নাইট লাইটিং ফিচারও অন হয়ে যাবে। আপনি চাইলে নাইট লাইটিং বন্ধও করে রাখতে পারেন। এই পোর্টেবল এসিতে রয়েছে একটি 4000mAh ব্যাটারি। আপনি কুলারটি একবার চার্জ দিলে তা নাগাড়ে 3-5 ঘণ্টার জন্য আপনাকে সার্ভিস দিতে পারবে। চার্জিং কেবেলটাও এত লম্বা যে তা আপনি দূরবর্তী চার্জিং পয়েন্ট থেকেও চার্জ দিতে পারবেন।