Dizo Watch D2: 7 দিনের ব্যাটারি ব্যাকআপ, 120 স্পোর্টস মোড দিয়ে স্মার্টওয়াচ লঞ্চ Dizo-র

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 05, 2023 | 12:35 PM

Dizo New Smartwatch: Dizo ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ Dizo Watch D2 লঞ্চ করেছে। ডিজো ওয়াচ D2 হল একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টওয়াচ যাতে 500 নিট উজ্জ্বলতা সহ 1.91-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে কলের সুবিধাও দেওয়া হয়েছে।

Dizo Watch D2: 7 দিনের ব্যাটারি ব্যাকআপ, 120 স্পোর্টস মোড দিয়ে স্মার্টওয়াচ লঞ্চ Dizo-র

Follow Us

Dizo Watch D2  Price: স্মার্টওয়াচের চাহিদা বর্তমানে অনেক বেড়েছে। ঘড়ি একবার কিনলে, সেটাই পরতে হয়। তবে স্মার্টওয়াচের ব্যান্ড নিজের পছন্দমতো পরিবর্তন করে নেওয়া যায়। প্রয়োজন বুঝে ব্যবহার করা যায় বিভিন্ন রঙের ব্যান্ড। স্মার্চওয়াচে কোনও ব্যাটারি লাগে না। অর্থাৎ, এটি রিচার্জেবল। চার্জ শেষ হলে চার্জার কানেক্ট করে রিচার্জ করে নেওয়া যায়। তাই স্মার্টওয়াচই হয়েছে এখন মানুষের প্রথম পছন্দ। এই কারণে কোম্পানিগুলি একের পর এক কম বাজেটের স্মার্টওয়াচ বাজারে আনছে। আর সব থেকে ভাল ব্য়াপার হল কম বাজেটেও প্রচুর ফিচার দেওয়া হচ্ছে। Dizo ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ Dizo Watch D2 লঞ্চ করেছে। ডিজো ওয়াচ D2 হল একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টওয়াচ যাতে 500 নিট উজ্জ্বলতা সহ 1.91-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে কলের সুবিধাও দেওয়া হয়েছে। কলিং ফিচার সম্পর্কে সংস্থার দাবি, এটিতে অ্যাম্বিয়েন্ট নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করে। Dizo Watch D2 স্মার্টওয়াচে অনেক হেলথ ফিচারও দেওয়া হয়েছে। কেনার আগে Dizo Watch D2 এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

Dizo Watch D2-এর দাম:

Dizo Watch D2 এর দাম রাখা হয়েছে 1,999 টাকা এবং এটি 10 ​​ফেব্রুয়ারি থেকে কোম্পানির ওয়েবসাইট এবং Flipkart-এ বিক্রি করা হবে। লঞ্চ অফারে এই স্মার্টওয়াচে 200 টাকা ছাড়ও পাবেন।

Dizo Watch D2-এর স্পেসিফিকেশন:

Dizo Watch D2-এ রয়েছে একটি 1.91-ইঞ্চি বড় ডিসপ্লে যার 500 নিট উজ্জ্বলতা রয়েছে। এছাড়াও ডিসপ্লেতে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। স্মার্টওয়াচের কেসটি অ্যালুমিনিয়াম পলিকার্বোনেট দিয়ে তৈরি এবং স্ট্র্যাপটি আলাদা করা যায়। এতে 120টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে।

হেলথ ফিচারের কথা বললে, Dizo Watch D2-এ SpO2 মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, স্টেপ কাউন্টার এবং ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডারের মতো ফিচার। এই ঘড়িটিতে কলিং ফিচারও রয়েছে এবং কল করার জন্য ডায়াল প্যাডও রয়েছে। এতে ফোনের কন্টাক্ট লিস্টও সিঙ্ক করা যাবে। ইনকামিং কল মিউট করার সুবিধাও রয়েছে।

Dizo Watch D2 এ কল করার সময় নয়েজ ক্যান্সেলেশনও পাওয়া যাবে। Dejo-এর এই ঘড়িটিতে একটি 260mAh ব্যাটারি রয়েছে, যা 7 দিনের ব্যাকআপ দেয়। কলিং ফিচার সহ 3 দিন ব্যাটারি ব্যাকআপ দেয়।

Next Article