Xiaomi Notebook Features: চিনা কোম্পানি Xiaomi ভারতেও বেশ জনপ্রিয়। বাজারে একের পর এক স্মার্টফোন-ল্যাপটপ লঞ্চ করে চলেছে সংস্থাটি। এবার Xiaomi Mi Notebook 12.4 2-in-1 ল্যাপটপ লঞ্চ করল। এটি Xiaomi Book S 12.4 এর চিনা ভেরিয়েন্ট যা 2022-এ লঞ্চ হয়েছিল। এতে রয়েছে Qualcomm Snapdragon 8cx Gen 2 প্রসেসর। বর্তমানে এই ল্যাপটপটি চিনা বাজারে বিক্রির জন্য় উপলব্ধ। তবে আগামী দিনে অন্য়ান্য় বাজারগুলিতেও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi Notebook 12.4 2-in-1 ল্যাপটপের স্পেসিফিকেশন:
এটি 3.15MHz, 8 কোর + 8 থ্রেডের 7W TDP চিপসেট দ্বারা চালিত। এতে 256 GB স্টোরেজ এবং 8 GB RAM রয়েছে। 512 জিবি পর্যন্ত মেমরি বাড়ানোর জন্য একটি মাইক্রো এসডি কার্ড পোর্ট রয়েছে। এটিতে 12.4 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল রয়েছে যা 2,560 x 1,600 পিক্সেলের রেজোলিউশন সাপোর্ট করে। সুরক্ষার জন্য এতে কর্নিং গ্লাস 5 দেওয়া হয়েছে। এর 5 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সেলফি এবং ভিডিয়ো কলের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়াও পিছনে একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। ল্যাপটপটিতে Windows 11- এর ARM-ভিত্তিক সংস্করণটি প্রি-ইনস্টল করা আছে। সংযোগের জন্য এতে একটি USB Type-C পোর্ট, Wi-Fi, Bluetooth 5.1 রয়েছে। এর 4,920 mAh ব্যাটারি 65 W হাই-স্পিড চার্জিং সাপোর্ট করে।
বিশ্বব্যাপী ল্যাপটপের বাজারে প্রথম স্থান অধিকার করেছে লেনোভো (Lenovo)। এর পরেই রয়েছে এইচপি (HP), ডেল (DELL), অ্যাপল (Apple) এবং আসুস (Asus)। প্রায় দুই বছর আগে অর্থাৎ 2020 সালে করোনার সময় বিশ্বব্যাপী ল্যাপটপ বিক্রির পরিমান প্রচুর বেড়েছিল। বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, 2022-এ ল্যাপটপের চালান প্রায় 19 শতাংশ কমে 223.8 মিলিয়ন ইউনিট হয়েছে। কোম্পানির মতে 2022-এ ল্যাপটপের বৈশ্বিক বাজারে 16 শতাংশ পতন হয়েছে। মোট চালান দাঁড়িয়েছে 28.51 কোটি ইউনিট। ডেস্কটপ এবং নোটবুকের মোট চালান 29 শতাংশ কমে প্রায় 65.4 মিলিয়ন ইউনিটে দাঁড়িয়েছে।