এতটাও ‘স্মার্ট’ হতে পারে স্মার্টওয়াচ! নতুন Fire-Boltt ঘড়ি বাজারে আসতেই জোর চর্চা
Fire-Boltt Huracan, Elemento এবং Diablo এই তিনটি ঘড়ির দাম যথাক্রমে 6999 টাকা, 7999 টাকা এবং 5999 টাকা। 25 ডিসেম্বর থেকে স্মার্টওয়াচগুলি কিনতে পারবেন কাস্টমাররা, পাওয়া যাবে অ্যামাজ়ন এবং ফায়ার-বোল্টের অফিসিয়াল ওয়েবসাইটে। ব্ল্যাক, সিলভার অরেঞ্জ, ব্ল্যাক গ্রিন, গোল্ড হিউজ় ইত্যাদি একাধিক চিত্তাকর্ষক রঙে এই স্মার্টওয়াচ মিলবে।

বিগত কয়েক বছরে দেশে বাজেট সেগমেন্ট থেকে শুরু করে প্রিমিয়ামে একগুচ্ছ স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। বেশ কিছু দেশি সংস্থাও তাদের স্মার্টওয়াচ বাজারে নামিয়েছে। তবে এরকম হাতঘড়ি দেশ আগে দেখেনি! স্মার্টওয়াচ যে সত্যিই এতটা ‘স্মার্ট’ হতে পারে, তা দেখিয়ে দিল Fire-Boltt। মোট তিনটি স্মার্টওয়াচ লঞ্চ করেছে ব্র্যান্ডটি, তাদের প্রত্যেকটিই লুক ও ডিজ়াইনে আকর্ষণীয়। তেমনই আবার সেই ঘড়িগুলিতে রয়েছে বেশ কিছু তাক লাগানো ফিচার্স। লেটেস্ট যে Fire-Boltt ঘড়িগুলি লঞ্চ হয়েছে, সেগুলি হল Fire-Boltt Huracan (FBR002), Elemento (FBR003) এবং Diablo (FBR004)। সংস্থার Case X ওয়াচ সিরিজ়ে লঞ্চ করা হয়েছে ঘড়িগুলি। কী বিশেষত্ব রয়েছে ঘড়িগুলির, দামই বা কত, সেই সব তথ্যই জেনে নেওয়া যাক।
নতুন Fire-Boltt স্মার্টওয়াচগুলির দাম
Fire-Boltt Huracan, Elemento এবং Diablo এই তিনটি ঘড়ির দাম যথাক্রমে 6999 টাকা, 7999 টাকা এবং 5999 টাকা। 25 ডিসেম্বর থেকে স্মার্টওয়াচগুলি কিনতে পারবেন কাস্টমাররা, পাওয়া যাবে অ্যামাজ়ন এবং ফায়ার-বোল্টের অফিসিয়াল ওয়েবসাইটে। ব্ল্যাক, সিলভার অরেঞ্জ, ব্ল্যাক গ্রিন, গোল্ড হিউজ় ইত্যাদি একাধিক চিত্তাকর্ষক রঙে এই স্মার্টওয়াচ মিলবে।
বিশেষত্ব কী
Fire-Boltt Huracan স্মার্টওয়াচে দেওয়া হয়েছে সিলিকন স্ট্র্যাপ সহযোগে অ্যালুমিনিয়াম অ্যালয় প্রোটেক্টিভ কেস। Diablo ঘড়িটিতে মেটাল স্ট্র্যাপ সহযোগে 316L স্টেইনলেস স্টিল কেস রয়েছে। অন্য দিকে Elemento ঘড়িটিতে মেটাল স্ট্র্যাপ সহ 316L স্টেইনলেস স্টিল কেস দেওয়া হয়েছে। স্পেসিফিকেশনের দিক থেকে এই তিনটি ঘড়িতেই রয়েছে 1.95 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 320 x 380 পিক্সেল।
ব্লুটুথ কলিং সাপোর্ট থাকছে তিনটি ঘড়িতেই। দেওয়া হয়েছে ইন-বিল্ট মাইক্রোফোন, স্পিকার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং বেশ কিছু হেলথ্ মনিটরিং ফিচার, যা ফায়ার-বোল্ট হেল্থ স্যুটের অংশবিশেষ। হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, স্লিপ মনিটরিংয়ের মতো ফিচারগুলি থাকার ফলে তা তিনটি ঘড়িই ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক হতে চলেছে। ওয়াটার ও ডাস্ট রেজ়িস্ট্যান্সেপ জন্য ওয়্যারেবলগুলি IP68 রেটিং প্রাপ্ত। রয়েছে 108টি স্পোর্টস মোডের সাপোর্ট এবং পেমেন্টের জন্য NFCও।
একনজরে গুরুত্বপূর্ণ ফিচার
* 1.95 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 320 x 380 পিক্সেল রেজ়োলিউশন, রোটেটিং ক্রাউন।
* একাধিক ক্লাউড-বেসড ওয়াচ ফেস, ব্লুটুথ কলিং, কল হিস্ট্রি, কুইক ডায়াল প্যাড, সিঙ্ক কন্ট্যাক্ট।
* ইনবিল্ট মাইক ও স্পিকার, 108টি স্পোর্টস মোড, ভিআর ওয়ার্কআউট মোড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।
* স্লিপ মনিটরিং, SpO2 মনিটরিং, হার্ট রেট ট্র্যাকিং।
* স্মার্ট নোটিফিকেশন, সেডেনটারি রিমাইন্ডার, মোশন গেমস, ফাইন্ড মাই ফোন, ওয়েদার আপডেট, মিউজ়িক, ক্যামেরা কন্ট্রোল, অ্যালার্ম, ক্যালেন্ডার।
* ওয়াটার ও ডাস্ট রেজ়িস্ট্যান্সের জন্য IP68 রেটিং।
