Electric Kettle: শীতে এসে গেল 5টি সেরা গরম জলের Kettle, অনবদ্য ফিচার, দাম কত জানেন?
অনলাইন কিংবা অফলাইনে অনেক ডিজাইনার ইলেকট্রিক কেটলি (Electric kettle) পাবেন। কিন্তু যেটা জরুরি, সেটা হল বাজেটের মধ্যে ভাল মানের কিছু প্রোডাক্ট। দেখে নিন সেরা ৫টি ইলেকট্রিক Water Kettle-র ফিচার।
Best Electric Kettle: শীত পড়লেই ঠাণ্ডা জলের হাত থেকে নিস্তার চাই সকলের। চা-কফি বানানো থেকে রান্নাঘরের কাজ, এই ঠাণ্ডায় গরম জল মাস্ট। তবে রান্নার গ্যাসের খরচ বাঁচানোর জন্য বৈদ্যুতিক কেটলিতে জল ফুটিয়ে নেন অনেকেই। কলকাতায় এই মুহূর্তে একটি 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম 1,079 টাকা। স্বাভাবিকভাবেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। ভবিষ্যতে যে আরও বাড়বে না, তারও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে যাঁরা টাকা বাঁচাতে চান, তাঁদের জন্য এখানে সন্ধান দেওয়া হল 5টি ইলেকট্রিক কেটলির। অনলাইন কিংবা অফলাইনে অনেক ডিজাইনার ইলেকট্রিক কেটলি (Electric kettle) পাবেন। কিন্তু যেটা জরুরি, সেটা হল বাজেটের মধ্যে ভাল মানের কিছু প্রোডাক্ট। দেখে নিন সেরা ৫টি ইলেকট্রিক Water Kettle-র ফিচার।
ইলেকট্রিক কেটলির দাম:
বর্তমানে বাজারে যে সমস্ত ইলেকট্রিক কেটলি (Electric kettle) আছে, তার মধ্যে একটু ব্র্য়ান্ডেড কোম্পানি দেখে কিনতে গেলে কেটলিগুলির দাম সাধারণত 1500 টাকার মধ্যেই হয়। এছাড়াও 500 টাকা থেকে 700 টাকার মধ্যেও আপনি অনেক ইলেকট্রিক কেটলি পেয়ে যাবেন। তবে সেই সমস্ত কোম্পানির কেটলির নির্মান কোয়ালিটি ততটা ভাল নয়। তাই আপনারা যখনই এই ধরনের কোনও প্রোডাক্ট কিনতে যাবেন, তখন দামের সঙ্গে সঙ্গে নির্মানকারী সংস্থা কতটা পরিচিত, তা-ও দেখে নিন। সেই সঙ্গে ওই সংস্থার তৈরি প্রোডাক্টগুলিকে কেন্দ্র করে ‘কাস্টমার ফিডব্যাক’-ও পড়ে নিন, যাতে পরবর্তীকালে আপনাকে হয়রানির শিকার না-হতে হয়।
এখানে সেরা ৫ টি ইলেকট্রিক কেটলির রিভিউ দেওয়া হল:
1. Havells Aqua Plus 1.2 litre Double Wall Kettle
কোম্পানি ব্র্যান্ড: হাভেলস।
দাম: 1282 টাকা।
কীসের তৈরি: ধাতব পাতের উপর কালো রঙের কোটিং করা।
জলধারণ ক্ষমতা: 1.02 লিটার।
ওয়াট: 1500
ভোল্ট: 230
প্রোডাক্ট ডাইমেনশন: 22.06 × 21.04 × 19.5 সেমি।
2. KENT Stainless Steel Amaze Electric Kettle (1.8 L)- Cool Touch
কোম্পানির ব্র্যান্ড : কেন্ট।
দাম: 1109 টাকা।
কীসের তৈরি: প্লাস্টিক।
জলধারণ ক্ষমতা: 1.08 লিটার।
ওয়াট: 1500
ভোল্ট: 220
প্রোডাক্ট ডাইমেনশন: 22 × 20 × 16.05 সেমি।
3. Prestige Electric Kettle PKOSS-1500watts, Steel (1.5Ltr)
কোম্পানি ব্র্যান্ড: প্রেস্টিজ়।
দাম: 780 টাকা।
কীসের তৈরি: ধাতব মেটিরিয়ালে তৈরী।
জলধারণ ক্ষমতা: 1.05 লিটার।
ওয়াট: 1500
ভোল্ট: 230
প্রোডাক্ট ডাইমেনশন: 22.06 × 21.04 × 19.5 সেমি।
4. Milton Insta Electric 1200 Stainless Steel Kettle, 1.2 Litre,
কোম্পানির ব্র্যান্ড: মিলটন।
দাম: 657 টাকা।
কীসের তৈরি: ধাতব মেটিরিয়াল।
জলধারণ ক্ষমতা: 1.02 লিটার।
ওয়াট: 1200
ভোল্ট: 230
প্রোডাক্ট ডাইমেনশন: 2006 × 14.02 × 18.02 সেমি।
5. Bajaj Majesty New KTX7 1- Litre Cordless Kettle
কোম্পানির ব্র্যান্ড: বাজা়জ
দাম: 1590 টাকা।
কীসের তৈরি: প্লাস্টিক।
জলধারণ ক্ষমতা: 1 লিটার।
ওয়াট: 1100
ভোল্ট: 240
প্রোডাক্ট ডাইমেনশন: 20 × 16 × 19 সেমি।