Fridge Cleaning Tips: বারবার সাফ করেও গন্ধ যাচ্ছে না ফ্রিজ থেকে, কিচেনেই আছে আসল সমাধান

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 27, 2023 | 7:45 AM

Fridge Cleaning Tips: অনেকেই মনে করেন সেই থেকে মুক্তি পাওয়া সহজ কাজ নয়। তবে ফ্রিজ থেকে আসা দুর্গন্ধ দূর করার সহজ ঘরোয়া উপায় আপনাকে জানানো হবে।

Fridge Cleaning Tips: বারবার সাফ করেও গন্ধ যাচ্ছে না ফ্রিজ থেকে, কিচেনেই আছে আসল সমাধান

Follow Us

Fridge Use Tips: বর্তমানে ফ্রিজ নেই এমন বাড়ি খুঁজে পাওয়া কঠিন। ঠান্ডা জল রাখা থেকে শুরু করে রোজকার খাবার, সব কিছুতেই ফ্রিজের ব্যবহার করে থাকেন অনেকেই। এমন পরিস্থিতিতে সময়ে সময়ে এটি পরিষ্কার করা প্রয়োজন। নাহলে কয়েকদিন পর থেকেই ফ্রিজে অদ্ভুত গন্ধ আসতে শুরু করে। যার কারণে এটিতে যাই খাবার রাখুন না কেন, সেটিতে গন্ধ হয়ে যায়। অনেকেই মনে করেন সেই থেকে মুক্তি পাওয়া সহজ কাজ নয়। তবে ফ্রিজ থেকে আসা দুর্গন্ধ দূর করার সহজ ঘরোয়া উপায় আপনাকে জানানো হবে। যার ফলে আপনি খুব সহজেই ফ্রিজের দুর্গন্ধ দূর করতে পারবেন।

বেকিং সোডা ব্যবহার করুন:

বেকিং সোডায় গন্ধ দূর করার বৈশিষ্ট্য রয়েছে। এমন পরিস্থিতিতে এটি ব্যবহার করে ফ্রিজ থেকে আসা দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। এজন্য একটি পাত্রে বেকিং সোডা দিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এছাড়াও, ফ্রিজের গেট বন্ধ করতে ভুলবেন না।

লেবু ব্যবহার করুন:

লেবুর স্বাস্থ্য উপকারিতা সবারই জানা, কিন্তু এর গন্ধ নিধনের গুণ সম্পর্কে কমই কেউ জানেন। আপনি যদি ফ্রিজ থেকে গন্ধ নিয়ে চিন্তিত হন, তবে লেবুর কয়েকটি টুকরো কয়েক ঘন্টা রেখে দিন। এমনকি আপনি সব সময়ই ফ্রিজে একটি লেবুর টুকরো দেখে দিতে পারেন। এতে ফ্রিজে দুর্গন্ধ হবে না।

কফিও ব্যবহার করতে পারেন:

কফির সুগন্ধ সতেজতায় ভরপুর। যে কারণে দুর্গন্ধ দূর করতেও এটি কার্যকর। এটি একটি বেকিং কাগজে ছড়িয়ে দিয়ে সারারাত ফ্রিজে রাখতে হবে। তারপর সকালে কাগজটি বের করে নিলে আপনি দেখবেন আপনার ফ্রিজের সমস্ত দুর্গন্ধ চলে গিয়েছে। আপনি সবসময়ও কাপে করে ফ্রিজের ভেতর রেখে দিতে পারেন। এতে আপনি যে খাবারই রাখুন না কেন, কোনও ধরনের কোনও দুর্গন্ধ হবে না।

ভিনিগার দিয়ে মুছে নিন:

ফ্রিজের ডিওডোরাইজ করতে ভিনেগারও ব্যবহার করতে পারেন। যদি আপনার ফ্রিজ থেকে কোনও ধরনের গন্ধ আসে, তাহলে এক বাটিতে ভিনেগার নিয়ে রেখে দিন। কয়েক ঘন্টার মধ্যেই আপনি এর স্পষ্ট ফলাফল দেখতে পাবেন।

ওটসও দুর্গন্ধকে দূর করতে পারে:

ওটমিল ওটস থেকে প্রস্তুত করা হয়। বেশিরভাগ মানুষই এটি সকালের টিফিনে খান। যারা ডায়েটে রয়েছেন, তারাও খাবারটির সঙ্গে বেশ পরিচিত। শুধু যে ওজন কমাতেই ব্যবহৃত হয় তা কিন্তু একেবারেই নয়। এর আরও একটি গুনাগুন রয়েছে। তা হল যে কোনও ধরনের দুর্গন্ধকে দূর করতে পারে।

অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করুন:

ফ্রিজে অ্যালুমিনিয়ামের পাত্রে খাবার রাখলে তা থেকে আসা দুর্গন্ধ দূর করা যায়। চেষ্টা করবেন বেশিরভাগ খাবার অ্যালুমিনিয়ামের পাত্রে রাখতে। তবে টক জাতীয় যে কোন খাবার অ্যালুমিনিয়ামের পাত্রে রাখবেন না।

Next Article