Fujifilm ভারতে তার ইনস্ট্যান্ট ক্যামেরা সিরিজ়ে দুটি চমৎকার ক্যামেরা যোগ করেছে। Instax সিরিজ়ের নতুন ক্যামেরা দুটিকে বলা হচ্ছে Instax Square SQ40 (SQ40)। এই ক্যামেরা দুটির পাশাপাশি Instax mini Evo-র একটি ‘ব্রাউন’ কালার ভ্যারিয়েন্টও লঞ্চ করা হয়েছে। নতুন ইনস্ট্যান্ট ক্যামেরা দুটিতেই রয়েছে একাধিক অ্যাডভান্সড ফিচার্স। তার মধ্যে সবথেকে চমৎকার হল, আপনার স্মরণী মুহূর্ত তৎক্ষণাৎ প্রিন্ট করার সুবিধা।
Fujifilm Instax Square SQ40: কত দাম
Instax Square SQ40 (SQ40) ইনস্ট্যান্ট ক্যামেরাটি বহু প্রতীক্ষিত। 29 জুন থেকে এই ক্যামেরা ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এই লেটেস্ট ইনস্ট্যান্ট ক্যামেরার দাম 16,999 টাকা।
Fujifilm Instax Square SQ40: স্পেসিফিকেশন
Instax Square SQ40 ক্যামেরায় প্রিমিয়াম লেদার-লাইক ডিজাইন দেওয়া হয়েছে, যা অত্যাধুনিক কার্যকারিতার সঙ্গে ক্লাসিক ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে পারবে। ইউজাররা এই SQ40 ক্যামেরাটি নিজেদের হাতে নিলেই স্মৃতির গলিপথে ফিরে যেতে বাধ্য হবেন।
ক্যামেরাটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার হল তার ‘অটোমেটিক এক্সপোজ়ার’ ফাংশান। এই ফিচারটি ক্যামেরাম্যানদের প্রত্যেকটা দৃশ্যের জন্য একটা অপটিমাল এক্সপোজ়ার দিতে সাহায্য করবে। ক্যামেরার পাওয়ারে লেন্স ব্যারেলটি বসিয়ে সাবজেক্টের দিকে পয়েন্ট আউট করে শাটার বাটনটি প্রেস করলেই ইউজাররা দুর্দান্ত ফলাফল পাবেন।
সেল্ফ পোর্ট্রেইট এবং ক্লোজ় আপ শটস তোলার জন্যও ক্যামেরাটিতে থাকছে সেলফি মোড। এই মোড অ্যাক্টিভেট করতে ইউজারদের কেবল লেন্স ব্যারেল রোটেট করলেই চলবে, তারপর তা একই দিকে রোটেট করতে হবে।