AC এখন বিলাসিতার থেকেও অনেক বেশি প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। বর্ষা এসেছে ঠিকই, কিন্তু বৃষ্টি যতক্ষণ পড়ছে, স্বস্তি ঠিক ততক্ষণই। বৃষ্টি শেষ মানেই আবার সেই প্যাচপ্যাচে ভ্যাপসা গরম। তাই, বাড়িতে একটা Air Conditioner দরকারই। আর আপনি যদি এখন নতুন AC কিনবেন বলে মনোস্থির করেন, তাহলে চমৎকার অফার নিয়ে এসেছে Flipkart। ব্যাপক ছাড়ে আপনি পেয়ে যাবেন একটি Voltas AC। এই এয়ার কন্ডিশনারের উপরে ফ্ল্যাট ডিসকাউন্ট যেমন থাকছে, তেমনই আবার থাকছে এক্সচেঞ্জ অফারও। আসুন, জেনে নেওয়া যাক Voltas AC-র কোন মডেলে আপনি কত টাকা পর্যন্ত ছাড় পাবেন।
Voltas 1.5 টন 5 স্টার স্প্লিট ইনভার্টার AC: কত দাম, কত টাকা ডিসকাউন্ট
যে এয়ার কন্ডিশনারে আপনি অফার পাবেন সেটি Voltas-এর একটি 1.5 টন 5 স্টার স্প্লিট ইনভার্টার AC। ফ্লিপকার্টে ব্যাপক পরিমাণে বিক্রি হয় এই এসি, 5 এর মধ্যে যার রেটিং 4.2। এমনিতে এই এসির দাম 75,990 টাকা। কিন্তু আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। মাত্র 39,990 টাকায় এয়ার কন্ডিশনারটি বাড়ি নিয়ে আসতে পারবেন আপনি। প্রাথমিক ভাবে Voltas AC-র উপরে 47 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তার ফলেই দাম এক্কেবারে অর্ধেক হয়ে যাচ্ছে। এছাড়া আপনি যদি এই এসি EMI-তে কিনতে চান, তাহলে প্রতি মাসে আপনাকে 1,367 টাকা খরচ করতে হবে।
অফারের এখানেই শেষ নয়। তারপরেও আবার থাকছে একাধিক ব্যাঙ্কের ছাড়। আপনার কাছে যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি 1,250 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে যদি পেমেন্ট করেন, তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত আরও 5 শতাংশ ডিসকাউন্ট।
তবে সবথেকে আকর্ষণীয় ছাড়টি পেয়ে যাবেন যদি আপনার পুরনো এয়ার কন্ডিশনারটি এক্সচেঞ্জ করেন। তাতে আপনি পেয়ে যাবেন 6,300 টাকা পর্যন্ত ছাড়। এই সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু আপনি পেয়ে গেলে ভোল্টাসের এয়ার কন্ডিশনারটি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 33,690 টাকায়।
কেন কিনবেন এই AC
এই Voltas AC কিনলে আপনি পেয়ে যাবেন প্রডাক্টের উপরে 1 বছরের ওয়ারান্টি এবং কম্প্রেসরের ওয়ারান্টি 10 বছরের জন্য পেয়ে যাবেন। এটি 1.5 টন ক্ষমতা সম্পন্ন, 5 স্টার রেটিং প্রাপ্ত এবং 25 শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। সারা বছর মাত্র 751.28 ইউনিট বিদ্যুৎ খরচ করে। প্রতি ইউনিট 7.5 টাকা হলে সারা বছরে বিদ্যুতের জন্য আপনাকে 5,634 টাকা খরচ করতে হবে। তার থেকেও বড় কথা হল এই মডেলটি এক্কেবারে নতুন, 2023 সালের। অটো রিস্টার্টের মতো জরুরি ফিচার রয়েছে এতে, যার মাধ্যমে পাওয়ার কাটের পরেও ম্যানুয়ালি সেটিংস রিসেট করার দরকার হয় না। কপার কনডেন্সার রয়েছে। তাছাড়া স্লিপ মোডও দেওয়া হয়েছে, যা আপনার ঘুমের সময় তাপমাত্রা অ্যাডজাস্ট করতে পারবে।