Noise Buds Aero: সস্তায় উপভোগ করুন গেমিং মোড, মাত্র 799 টাকায় মিলছে এই ইয়ারবাডস

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 01, 2023 | 2:41 PM

Noise Buds Aero Price: ইয়ারবাডটির নাম Noise Buds Aero। কোম্পানিটির মতে গেমারদের জন্য এই ইয়ারবাডটি একেবারে উপযুক্ত। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। এই বাডগুলিতে আপনি গেমিং মোড, 13 মিমি ড্রাইভার, IPX5 রেটিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ অনেক দরকারী ফিচার পাবেন।

Noise Buds Aero: সস্তায় উপভোগ করুন গেমিং মোড, মাত্র 799 টাকায় মিলছে এই ইয়ারবাডস

Follow Us

Noise Buds Aero Features: বিগত কয়েকদিন ধরে ইয়ারবাডের ব্যবহার প্রচুর পরিমানে বেড়েছে। সেই মতোই কোম্পানিগুলিও একের পর এক ইয়ারবাড নিয়ে আসছে বাজারে। গান শোনা থেকে শুরু করে সিনেমা দেখা, গেম খেলা, প্রতি মুহূর্তেই ইয়ারবাডের প্রয়োজন হয়। এমনকি রাস্তায় চলার সময় কল ধরার জন্য আর ফোনের প্রয়োজন হয় না। ইয়ারবাডের সাহায্যেই সেই কাজ মিটে যায়। ওয়ারেবল ব্র্যান্ড নয়েজ গ্রাহকদের জন্য কম দামের নতুন ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে এসেছে। ইয়ারবাডটির নাম Noise Buds Aero। কোম্পানিটির মতে গেমারদের জন্য এই ইয়ারবাডটি একেবারে উপযুক্ত। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। এই বাডগুলিতে আপনি গেমিং মোড, 13 মিমি ড্রাইভার, IPX5 রেটিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ অনেক দরকারী ফিচার পাবেন। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ইয়ারবাডটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

Noise Buds Aero-এর ফিচার ও স্পেসিফিকেশন:

নতুন Noise Buds Aero-এর ডিজাইন ও লুকের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ম্যাট ফিনিশের করা হয়েছে। এই লেটেস্ট ইয়ারবাডগুলিতে 13MM ড্রাইভার ব্যবহার করা হয়েছে। যাতে আপনি দারুন কোয়ালিটির সাউন্ড শুনতে পান। এছাড়াও ভাল কলিং কোয়ালিটির জন্য AAC ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি, আপনি এতে নয়েজ ক্যানসেলেশন ফিচারও পেয়ে যাবেন। অর্থাৎ আপনি গান শুনুন, বা কথা বলুন, বাইরের কোনও শব্দই আপনার কানে আসবে না।

কানেকশনের জন্য ব্লুটুথ ভার্সন 5.3-এর সাপোর্ট দেওয়া হয়েছে। আপনি সহজেই এই ইয়ারবাডটিকে আপনার অ্যান্ড্রয়েড বা অ্যাপল ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন। তার জন্য এই ইয়ারবাডে হাইপার সিঙ্ক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে, যাতে কোনও ডিভাইসের সঙ্গে কানেক্ট হতে সমস্যা না হয়।

আপনি সম্পূর্ণ চার্জে, চার্জিং কেস সহ 45 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাবেন। এতে ফাস্ট চার্জিং ফিচারও ব্যবহার করা হয়েছে। এছাড়াও InstaCharge-এর সাপোর্ট পাওয়া যাবে। এর সবথেকে বড় সুবিধা হল আপনি এটি 10 মিনিট চার্জ করলে, 120 মিনিট প্লেব্যাক টাইম পেয়ে যাবেন।

এর দাম কত?

এই লেটেস্ট ইয়ারবাডটির দাম 799 টাকা। আপনি এই ইয়ারবাডটি ই-কমার্স সাইট Myntra আর কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কিনতে পারবেন। চারকোল কালো এবং স্নো হোয়াইট রঙে কিনতে পারবেন।

Next Article