75th Independence Day: বৈচিত্রের মধ্যেই একতা! কলকাতার শিল্পীর বানানো ডুডলকে মর্যাদা গুগলের

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 15, 2021 | 4:05 PM

ভারত উপমহাদেশের ২৯টি রাজ্যের নাগরিকরা তাঁদের স্বাধীনতা ও বহু সংস্কৃতির চেতনাকে নৃত্যের মাধ্যমে পরিবেশন করেন ।

75th Independence Day:  বৈচিত্রের মধ্যেই একতা! কলকাতার শিল্পীর বানানো ডুডলকে মর্যাদা গুগলের
গুগলের স্পেশাল ডুডল

Follow Us

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। দেশের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পকর্মকে তুলে ধরেছে এই জনপ্রিয় সার্চ জায়ান্ট। প্রতিবছরের মতো এবারেও ডুডল করেছে ঠিকই, কিন্তু অন্যবারের তুলনায় অনেকটাই ভিন্ন ও আকর্ষণীয়ও বটে। কারণ, ভারতের প্রাচীনতম নৃত্যশৈলী ও শিল্পকর্মকে তুলে ধরেছে ডুডল।

একই মঞ্চে মোট ৬টি শাস্ত্রীয় ও লোকনৃত্যশিল্পীকে দেখানো হয়েছে। ভারতনাট্যম, বিহু, ভাংরা, ছৌ, গারওয়া, কথাকলি নৃত্যপরিবেশন করছেন শিল্পীরা।  প্রত্যেক রাজ্যের মধ্যেই রয়েছে ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য। টভূমিতে রয়েছে খোলা নীল আকাশে সাদা মেঘের আনাচে কানাচে ঘুড়ি উড়ছে।

ঝলকের এখানেই শেষ নয়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুগলের এই অসাধারণ ডুডলের থিম বানিয়েছেন খোদ কলকাতার ছাত্র সায়ন মুখোপাধ্যায় । তাঁর কথায়, ভারতের মতো বৈচিত্রময় বিপুল জনসংখ্যার একটি বিশাল দেশ । বৈচিত্রময় দেশে সকলকে ঐক্যতার জন্য একটি জিনিসই একত্রিত করতে পারে, আর সেই ঐতিহ্যকে ডুডলে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র ।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সম্প্রতি গুগল বিবৃতি দিয়ে জানিয়েছে, ১৯৪৭ সালে ১৪ অগষ্টের মধ্যরাতে ভারত স্বাধীনতার স্বাদ পায়। ভারত উপমহাদেশের ২৯টি রাজ্যের নাগরিকরা তাঁদের স্বাধীনতা ও বহু সংস্কৃতির চেতনাকে নৃত্যের মাধ্যমে পরিবেশন করেন । তা যে প্রাচীনতম নৃত্যশৈলীই হোক কিংবা লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত ঐতিহ্য । আঞ্চলিক স্তরের সংস্কৃতির উপর ভিন্ন ঐতিহ্য নিয়েই ভারত ।

 

আরও পড়ুন: কুমেরুপ্রভার অসাধারণ টাইমল্যাপস ভিডিয়ো দেখে স্বস্তির শ্বাস ফেলছেন নেটিজ়েনরা!

Next Article