Pixel Watch: এই প্রথম স্মার্টওয়াচ নিয়ে এল Google, ঘড়ি থেকেই একাধিক জরুরি অ্যাপ ব্যবহার, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 07, 2022 | 1:38 PM

Google Pixel Watch-এ রয়েছে রাউন্ড 3D গ্লাস ডায়াল, যা টাচ সাপোর্ট করে। সফটওয়্যার হিসেবে এই ঘড়িতে দেওয়া হয়েছে WearOS। আর কী ফিচার রয়েছে, দাম কত, জেনে নিন সব তথ্য।

Pixel Watch: এই প্রথম স্মার্টওয়াচ নিয়ে এল Google, ঘড়ি থেকেই একাধিক জরুরি অ্যাপ ব্যবহার, দাম কত?
পিক্সেল ওয়াচ নিয়ে এল গুগল।

Follow Us

Google তার প্রথম স্মার্টওয়াচটি লঞ্চ করে দিল, যার নাম Pixel Watch। রাউন্ড শেপের ডায়াল রয়েছে এই স্মার্টঘড়িতে। এই ঘড়ির প্রথম ঝলক দেখানো হয়েছিল গত মে মাসে Google IO শীর্ষক ইভেন্টে। বলার অপেক্ষা রাখে না, অ্যাপল ওয়াচকে টক্কর দিতে এই পিক্সেল ওয়াচ লঞ্চ করেছে গুগল। সুবিধাটি হল, অ্যাপল ওয়াচ যেখানে শুধু আইফোনে কাজ করে, ঠিক সেখানেই Pixel Watch কাজ করবে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে। ঠিক যেমনটা পিক্সেল ইয়ারবাডের ক্ষেত্রে হয়ে থাকে। গুগলের তরফ থেকে দাবি করা হচ্ছে, নতুন পিক্সেল ওয়াচের ডায়ালে 80% রিসাইকেলড স্টেইনলিস স্টিল দেওয়া হয়েছে, যা কোম্পানির টেকসই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঘড়িটির ডায়ালের তিনটি রং রয়েছে- কালো, সিলভার এবং গোল্ড। পাশাপাশি ইউজাররা বিভিন্ন কালার ব্যান্ডের সাহায্যে স্মার্টওয়াচটি আপগ্রেডও করে নিতে পারবেন।

Google Pixel Watch: ভারতে দাম

মোট দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে Google Pixel Watch। তাদের মধ্যে ব্লুটুথ ভ্যারিয়েন্টের দাম 349 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 28,600 টাকা। অন্য দিকে ঘড়িটির LTE ভ্যারিয়েন্টের দাম 399 মার্কিন ডলার বা 32,700 টাকা। তবে ভারতেও ঘড়িটির একই দাম থাকবে কি না, সে বিষয়ে কোম্পানির তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।

Google Pixel Watch: স্পেসিফিকেশন, ফিচার

Google Pixel Watch-এ রয়েছে রাউন্ড 3D গ্লাস ডায়াল, যা টাচ সাপোর্ট করে। সফটওয়্যার হিসেবে এই ঘড়িতে দেওয়া হয়েছে WearOS। গুগলের তরফ থেকে বলা হচ্ছে, পিক্সেল ওয়াচটি একদিকে যেমন ফিটনেস ট্র্যাকার হিসেবে কাজ করবে, তেমনই আবার এতে অন-ডিভাইস ML তথা মেশিন লার্নিং ক্ষমতাও রয়েছে। Fitbit Charge 5 এবং তার পরবর্তী ফিটবিট ঘড়িগুলিতে যে ডেইলি রেডিনেস স্কোর রয়েছে, সেই একই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে পিক্সেল ওয়াচেও। তবে ফিচারটি ব্যবহার করতে কিছু টাকা খরচ করতে হলেও প্রাথমিক ভাবে ছয় মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Fitbit প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

পিক্সেল ওয়াচ সবচেয়ে সঠিক হার্ট রেট ট্র্যাকার অফার করে বলেও দাবি করছে গুগল। অ্যাপল ওয়াচের মতোই এতে রয়েছে ফল ডিটেকশন।

এর মূল অংশে WearOS রয়েছে যা Samsung এবং Fossil-এর বেশ কয়েকটি স্মার্টওয়াচকে শক্তি দেয়। তার মানে গুগল পিক্সেল ওয়াচ ব্যবহারকারীরা ঘড়িতেই স্পটিফাই এবং স্ট্রাভার মতো কিছু তৃতীয় পক্ষের অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তাছাড়া, ব্যবহারকারীরা ম্যাপ এবং জিমেলের মতো গুগলের ইন-হাউস অ্যাপ থেকে নোটিফিকেশনগুলিরও পরীক্ষা করতে পারেন। রয়েছে ঘড়ির সাহায্যে নেস্ট ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করার বিকল্পও। Google দাবি করছে, এই ঘড়ির ব্যাটারি একদিনে নিশ্চিন্তে চলবে।

Next Article