গুগল মেসেজ যুক্ত হয়েছে দু’টি নতুন ফিচার। ভারতীয় ইউজাররাও এই ফিচারের সুবিধা পাবেন। গুগল মেসেজের অন্তর্ভুক্ত অ্যানড্রয়েড এসএমএস, এমএমএস এবং আরসিএস মেসেজিং অ্যাপ, সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই দু’টি নতুন ফিচার। গুগল মেসেজের এই দুই নতুন ফিচারের মধ্যে একটির সাহায্যে মেসেজ কী ধরনের সেই অনুযায়ী আলাদা আলাদা ক্যাটেগরিতে অটোম্যাটিক ভাবেই ভাগ হয়ে যাবে। আর অন্য ফিচারের সাহায্যে ওয়ান টাইম ওটিপি সংক্রান্ত মেসেজ ২৪ ঘণ্টা পর অটোম্যাটিকালি ডিলিট হয়ে যাবে।
মেসেজের ধরন অনুযায়ী কোনটি কী মেসেজ সেই মতো যদি আলাদা ক্যাটেগরিতে ভাগ হয়ে যায়, যেমন- ব্যক্তিগত মেসেজ, ট্রানজাকশন সংক্রান্ত মেসেজ, ওটিপি মেসেজ, এরকম আলাদা আলাদা ভাগ হলে, ইউজারদের মেসেজ খুঁজে পেতে সুবিধা হবে। আর অন্যদিকে ওয়ান টাইম ওটিপি সংক্রান্ত মেসেজ ফোনে আসার ২৪ ঘণ্টার মধ্যে ডিলিট হয়ে গেলে ফোনের মেমোরি ভর্তি হবে না, ফোনে জায়গা ফাঁকা থাকবে। শুধু তাই নয়, ওই ওটিপি থেকে কোনও প্রতারণায় ফেঁসে যাওয়ার সম্ভাবনাও থাকবে না।
সম্প্রতি একটি ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, তাদের মেসেজ অ্যাপের মধ্যে ভারতীয় ইউজারদের জন্য নতুন দু’টি ফিচার বা পরিষেবায় যুক্ত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সারা ভারতে এই ফিচার চালু হয়ে যাবে ইংরেজি এবং অন্যনায় স্থানীয় ভাষায়। অ্যানড্রয়েড ৮ যাঁরা ব্যবহার করেন, সেইসব ইউজাররাই এই পরিষেবা পাবেন বলে জানিয়েছেন গুগল কর্তৃপক্ষ। তবে কেউ চাইলে এই ফিচার ব্যবহার নাও করতে পারেন। সেক্ষেত্রে পরিষেবা বন্ধেরও সুযোগ রয়েছে। গুগল মেসেজের ক্ষেত্রে এই দুটো নতুন ফিচার যুক্ত করার জন্য লেটেস্ট ভার্সানে ‘গুগল মেসেজ’ আপডেট করা প্রয়োজন। অ্যানড্রয়েড ৮ বা তার চেয়ে উপরের ভার্সানের অ্যানড্রয়েডে গুগল মেসেজের নতুন দু’টি ফিচার উপলব্ধ হবে। গুগল কর্তৃপক্ষ এও জানিয়েছেন, মেসেজের ক্যাটেগোরাইজেশন এবং ওয়ান টাইম ওটিপি মেসেজ ২৪ ঘণ্টা পর ডিলিট হয়ে যাওয়ার পরিষেবা, দুই কাজই হবে অত্যন্ত সুরক্ষার সঙ্গে। ইউজারদের সমস্ত তথ্য নিরাপদের থাকবে।
আরও পড়ুন- Whatsapp Voice Message: নতুন waveforms ফিচার চালু হতে পারে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে