Honor Watch GS 3: এই স্মার্টওয়াচে রয়েছে হৃদস্পন্দন মাপার স্পেশ্যাল সেনসর, জেনে নিন অন্যান্য বৈশিষ্ট্য

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 15, 2021 | 7:16 AM

Honor Watch GS 3- এ থাকছে একটি ৮ চ্যানেল পিপিজি সেনসর। এই সেনসরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন অ্যালগোরিথম ব্যবহার করা হয়েছে। এর ফলে অনেক বেশি নিখুঁতভাবে হার্ট রেট মনিটর করা সম্ভব।

Honor Watch GS 3: এই স্মার্টওয়াচে রয়েছে হৃদস্পন্দন মাপার স্পেশ্যাল সেনসর, জেনে নিন অন্যান্য বৈশিষ্ট্য

Follow Us

Honor সংস্থার মেগা ইভেন্টে কোম্পানির স্মার্টওয়াচ Watch GS 3- এর বিভিন্ন ফিচার প্রকাশ করা হয়েছে। গত ১২ অগস্ট বৃহস্পতিবার Honor সংস্থার মেগা ইভেন্ট আয়োজিত হয়েছিল। সেখানেই সংস্থার নতুন স্মার্টওয়াচ Watch GS 3- এর বিভিন্ন ফিচার প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, নতুন এই স্মার্টওয়াচে রয়েছে একটি eight-channel photoplethysmography (PPG) সেনসর। Watch GS 3 এই সিরিজের প্রথম এমন স্মার্টওয়াচ যেখানে এই অত্যাধুনিক ফিচার রয়েছে।

Honor Watch GS 3- এর দাম কত?

Honor সংস্থার তরফে তাদের মেগা ইভেন্টে নতুন স্মার্টওয়াচের ফিচার প্রকাশ করা হলেও, এখনও এই স্মার্টওয়াচের দাম প্রকাশ করেনি সংস্থা। তবে জানা গিয়েছে, তিনটি ভ্যারিয়েন্টে এই স্মার্টওয়াচ লঞ্চ হবে। Voyager- একটি সিলভার কেসে থাকবে এই ঘড়ি, সঙ্গে থাকবে একটি নীল রঙের লেদার রিস্ট স্ট্র্যাপ। Streamer Classic- গোল্ডেন কেসে থাকবে এই ঘড়ি, সঙ্গে থাকবে একটি ব্রাউন লেদার স্ট্র্যাপ, Racing Edition- গ্রে কেসে থাকবে এই স্মার্টওয়াচ, সঙ্গে থাকবে একটি ব্ল্যাক রাবার স্ট্র্যাপ। Honor Watch GS 3- এর অন্যান্য ফিচার সবিস্তারে এখনও জানায়নি নির্মাণ সংস্থা।

Honor Watch GS 3- এর যেসব ফিচার প্রকাশ্যে এসেছে-

  • গত বছর লঞ্চ হওয়া Honor Watch GS Pro- এর সাকসেসর মডেল নতুন Honor Watch GS 3।
  • আগের মডেলের মতোই গোল ডায়াল থাকবে নতুন স্মার্টওয়াচেও।
  • Honor Watch GS 3- এ থাকছে একটি ৮ চ্যানেল পিপিজি সেনসর। এই সেনসরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন অ্যালগোরিথম ব্যবহার করা হয়েছে। এর ফলে অনেক বেশি নিখুঁতভাবে হার্ট রেট মনিটর করা সম্ভব।
  • বিভিন্ন ধরনের ভারী একসারসাইজ করার সময়ে এই ফিচারের সাহায্যে সঠিক ভাবে হার্ট রেট মনিটর করা সম্ভব।
  • চিনের সংস্থা Honor জানিয়েছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে এই স্মার্টওয়াচ ডিজাইন করা হয়েছে।
  • এই স্মার্টওয়াচে রয়েছে একটি টাচস্ক্রিন এবং দু’টি বাটন, যা ফিজিক্যালি টাচ করা বা চালানো সম্ভব।

Honor Watch GS 3- এর সঙ্গে সঙ্গে চিনের সংস্থা Honor তাদের নতুন স্মার্টফোনের সিরিজও লঞ্চ করেছে। Honor Magic 3 সিরিজের মোট তিনটি স্মার্টফোন Honor Magic 3, Honor Magic 3 প্রো এবং Honor Magic 3 প্রো প্লাস লঞ্চ হয়েছে। এছাড়াও লঞ্চ হয়েছে Honor Tab V7 Pro। এই ট্যাবে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়া রয়েছে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ এবং MediaTek Kompanio ১৩০০T প্রসেসর।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে সোনি ব্রাভিয়ার ৭৭ এবং ৮৫ ইঞ্চির নতুন দু’টি স্মার্ট অ্যানড্রয়েড টিভি

Next Article