ভারতে লঞ্চ হয়েছে সোনি ব্রাভিয়ার ৭৭ এবং ৮৫ ইঞ্চির নতুন দু’টি স্মার্ট অ্যানড্রয়েড টিভি

ভারতে লঞ্চ হয়েছে সোনি ব্রাভিয়ার দু'টি নতুন স্মার্ট টিভি। ৭৭ এবং ৮৫ ইঞ্চির দু'টি লার্জ স্ক্রিন সাইজের অ্যানড্রয়েড ৪কে স্মার্ট টিভি লঞ্চ হয়েছে দেশে।

ভারতে লঞ্চ হয়েছে সোনি ব্রাভিয়ার ৭৭ এবং ৮৫ ইঞ্চির নতুন দু'টি স্মার্ট অ্যানড্রয়েড টিভি
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 9:05 PM

ভারতে লঞ্চ হয়েছে সোনি ব্রাভিয়ার দু’টি নতুন স্মার্ট টিভি। লার্জ স্ক্রিনের XR-77A80J এবং XR-77A80J- এই দুটো টিভি লঞ্চ হয়েছে। Sony Bravia XR-77A80J স্মার্ট টিভির স্ক্রিন সাইজ ৭৭ ইঞ্চি। অন্যদিকে, Sony Bravia KD-85X85J এই টিভির স্ক্রিন সাইজ ৮৫ ইঞ্চি। ৭৭ ইঞ্চির স্মার্ট টিভিতে রয়েছে সোনির Cognitive Processor XR ইঞ্জিন। আর ৮৫ ইঞ্চির টিভিতে রয়েছে 4K HDR Processor X1 ইঞ্জিন। দু’টি স্মার্ট টিভিতেই রয়েছে HDMI 2.1 সাপোর্ট। অর্থাৎ এই দুই টিভিতে রয়েছে ৪কে রেসোলিউশন এবং রিফ্রেশ রেট ১২০Hz।

সোনি ব্রাভিয়ার নতুন দুটো স্মার্ট টিভির দাম ভারতে কত?

লার্জ স্ক্রিনের টিভি তাই দামও যথেষ্ট বেশি। অন্যান্য স্মার্ট টিভির তুলনায় সোনি ব্রাভিয়ার এই দুই টিভির দাম অনেকটাই বেশি। Sony Bravia XR-77A80J স্মার্ট টিভির দাম ৫,৪৯,৯৯০ টাকা। আগামী ২৫ অগস্ট থেকে এই টিভির বিক্রি শুরু হবে। অন্যদিকে, Sony Bravia KD-85X85J এই স্মার্ট টিভির দাম ৪,৯৯,৯৯০ টাকা। ১১ অগস্ট থেকে এই টিভির বিক্রি শুরু হবে। দুই মডেলের টিভিই ১৬ অগস্ট থেকে প্রি-বুকিং করা যাবে। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে ২০ হাজার টাকা ক্যাশব্যাকের অফার দেবে সোনি সংস্থা। এছাড়া XR-77A80J টিভির ক্ষেত্রে ২ বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। অন্যদিকে, KD-85X85J মডেলে কেবলমাত্র ক্যাশব্যাক অফার থাকবে।

Sony Bravia XR-77A80J স্মার্ট টিভির বিভিন্ন ফিচার-

  • ৭৭ ইঞ্চি স্ক্রিন সাইজের এই স্মার্ট টিভিতে রয়েছে ৪কে রেসোলিউশনের OLED ডিসপ্লে।
  • এই টিভিতে রয়েছে Cognitive Processor XR picture engine।
  • এই স্মার্ট টিভিতে রয়েছে HDR10, HLG এবং ডলবি ভিশন সাপোর্ট। এই ডলবি ভিশনে রয়েছে XR 4K upscaling এবং XR Triluminos Pro colour enhancement।
  • এছাড়াও এই স্মার্ট টিভিতে রয়েছে XR Motion Clarity motion enhancer ফিচার।
  • Sony Bravia XR-77A80J স্মার্ট টিভিতে রয়েছে দুটো ২০W এবং একটি ১০W Acoustic Surface অডিয়ো প্লাস স্পিকার। এই স্পিকারে রয়েছে ডলবি অডিয়ো, ডলবি অ্যাটমোস, ডিটিএস ডিজিটাল সারাউন্ড এবং অ্যাকোয়াস্টিক অটো-ক্যালিবারেশন ফিচার।
  • সোনি ব্রাভিয়ার এই টিভি আদতে একটি অ্যানড্রয়েড টিভি, এখানে রয়েছে ১৬ জিবি স্টোরেজ। গুগল প্লে স্টোরের একাধিক অ্যাপ রয়েছে এই টিভিতে। এছাড়াও নেটফ্লিক্স- সহ একাধিক লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মও রয়েছে সোনি ব্রাভিয়ার এই স্মার্ট টিভিতে।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৪.২, ক্রোমকাস্ট বিল্ড-ইন, অ্যাপেল এয়ার প্লে, চারটি HDMI পোর্ট। তার মধ্যে রয়েছে একটি HDMI ২.১ পোর্ট, তিনটি ইউএসবি পোর্ট। এছাড়াও রয়েছে একটি হেডফোন জ্যাক।

Sony Bravia KD-85X85J এই স্মার্ট টিভির বিভিন্ন ফিচার-

  • ৮৫ ইঞ্চি লার্জ স্ক্রিনের এই স্মার্ট টিভিতে রয়েছে ৪কে রেসোলিউশনের LCD ডিসপ্লে। তার মধ্যে রয়েছে 4K HDR Processor X1 picture engine।
  • এই স্মার্ট টিভিতে রয়েছে 4K X-Reality PRO clarity enhancement, HDR10, HLG, ডলবি ভিশন সাপোর্ট এবং Motionflow XR 800 টেকনোলজি।
  • সোনি ব্রাভিয়ার এই স্মার্ট টিভিতে রয়েছে দুটো ১০W স্পিকার। তার মধ্যে রয়েছে ডলবি অডিয়ো এবং ডলবি অ্যাটমোস ও ডিটিএস ডিজিটাল সারাউন্ড সাপোর্ট। এই অ্যানড্রয়েড টিভিতে রয়েছে ১৬ জিবি র‍্যাম।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৪.২, ক্রোমকাস্ট বিল্ড-ইন, অ্যাপেল এয়ার প্লে,
  • চারটি HDMI পোর্ট। তার মধ্যে রয়েছে একটি HDMI ২.১ পোর্ট, তিনটি ইউএসবি পোর্ট। এছাড়াও রয়েছে একটি হেডফোন জ্যাক।

আরও পড়ুন- WhatsApp New Feature: এবার হোয়াটসঅ্যাপে নিজের ইচ্ছে মতো চ্যাট লুকিয়ে রাখা যাবে