WhatsApp New Feature: এবার হোয়াটসঅ্যাপে নিজের ইচ্ছে মতো চ্যাট লুকিয়ে রাখা যাবে
এবার চাইলেই আপনি যে কোনো চ্যাটকে চিরকালের জন্য লুকিয়ে রাখতে পারবেন। নীচে তারই পদ্ধতিগুলি বলে দেওয়া হল।
এমন কিছু কিছু সময় হয় যখন আপনি আপনার কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট লুকিয়ে রাখতে চান বা অন্য কেউ দেখুক তা চান না। অথবা, সেগুলি আপনার চ্যাট তালিকার শীর্ষে দেখতে চান না। বেশ তো, আপনি খুব সহজেই এই ব্যবস্থা করতে পারবেন হোয়াটসঅ্যাপে। এই মেসেজিং অ্যাপ আপনাকে আপনার নির্দিষ্ট চ্যাট লুকিয়ে রাখার অনুমতি দেয়। সেই বিশেষ ফিচারের নাম হলো, ‘আর্কাইভ’। এই ফিচার আপনার সেই নির্দিষ্ট চ্যাটগুলি ডিলিট করে না, শুধুমাত্র ‘হাইড’ করে রাখে। এই বৈশিষ্ট্য সম্পর্কে আরও জানতে পড়তে থাকুন।
অস্থায়ী ভিত্তিতে চ্যাটগুলি কীভাবে আড়াল করবেন?
প্রথম ধাপ : যেকোনো চ্যাটে শুধু দীর্ঘক্ষণ প্রেস করে রাখার পর হোয়াটসঅ্যাপ অ্যাপের শীর্ষে একটি আর্কাইভ বক্স দেখতে পাবেন।
দ্বিতীয় ধাপ : আপনার চ্যাট লুকোনোর জন্য সেই বক্সে ট্যাপ করুন।
দ্রষ্টব্য: যদি আপনার সেই আর্কাইভ করা চ্যাটে কোনো মেসেজ আসে তাহলে সেটি আর্কাইভড অবস্থাতেই থাকবে। আপনার আর্কাইভ করা মেসেজের জন্য আলাদা করে কোনো নটিফিকেশন হোয়াটসঅ্যাপ দেখাবে না।
‘লুকনো’ চ্যাটগুলি কীভাবে পূর্বাবস্থায় ফেরানো যায়?
প্রথম ধাপ : চ্যাটলিস্ট স্ক্রোল করতে থাকুন ‘আর্কাইভ’ ফোল্ডারটি না পাওয়া পর্যন্ত।
দ্বিতীয় ধাপ : এবার তাতে ট্যাপ করলেই আপনি আর্কাইভড চ্যাটগুলি দেখতে পাবেন।
তৃতীয় ধাপ : যদি আপনি আবার শীর্ষে লুকনো চ্যাট দেখতে চান, তাহলে তার জন্য আপনাকে যেকোনো চ্যাটে দীর্ঘক্ষণ প্রেস করতে হবে এবং একইভাবে আর্কাইভ বক্সে ক্লিক করতে হবে।
হোয়াটসঅ্যাপে চ্যাটগুলি কীভাবে “স্থায়ীভাবে” লুকনো যায়?
এর জন্য, আপনাকে কেবল সেটিংসে গিয়ে “আর্কাইভ” ফিচারটি চালু করতে হবে। আপনি এই ফিচারটি সেটিংস> চ্যাট> কিপ চ্যাটস আর্কাইভ অপশনকে সক্রিয় করলেই পেতে পারবেন। একবার আপনি এটি চালু করে দিলে, মেসেজিং অ্যাপে আপনার লুকনো প্রতিটি চ্যাট চিরকালের জন্য লুকিয়ে থাকবে। এই ফিচারটি চালু আছে কি না সেটা বোঝার সহজ উপায়ও আছে। যদি এই ফিচার অ্যাক্টিভ থাকে তাহলে ‘আর্কাইভ’ নামের ফোল্ডারটি চ্যাটলিস্টের একদম শীর্ষে দেখাবে। আর, অ্যাক্টিভ না থাকলে, ফোল্ডারটি চ্যাটলিস্টের একদম শেষে থাকবে।
তবে, এটা মাথায় রাখতে হবে, যে চ্যাটগুলিকে আপনি আর্কাইভ করবেন, তাদের মেসেজের নোটিফিকেশন আসা সেই মুহূর্ত থেকে বন্ধ হয়ে যাবে। ফলে, সেক্ষেত্রে যদি সেই সমস্ত চ্যাটলিস্টে কোনো গুরুত্বপূর্ণ বার্তা এসে থাকে, তবে তা আপনি নাও পেতে পারেন।
আরও পড়ুন: আইওএস থেকে অ্যানড্রয়েডে পাঠানো যাবে ‘চ্যাট হিস্ট্রি’, হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন ফিচার