Laptop Cleaning Tips: ল্যাপটপের স্ক্রিন খুব সেন্সিটিভ, সঠিক উপায়ে পরিষ্কার না করলেই বিপদ

Laptops Cleaning Tips And Tricks: ল্যাপটপের স্ক্রিন অনেকেই পরিষ্কার করতে ভয় পান। তবে তা একদমই কঠিন কাজ নয়। ল্যাপটপের স্ক্রিন একদম নতুনের মতো ঝকঝকে রাখতে আপনাকে কী-কী করতে হবে তা জেনে নিন।

Laptop Cleaning Tips: ল্যাপটপের স্ক্রিন খুব সেন্সিটিভ, সঠিক উপায়ে পরিষ্কার না করলেই বিপদ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 7:00 AM

Tech Tips: বাড়ি হোক বা অফিস, ল্যাপটপে (Laptop) একটানা কাজ করার কারণে স্ক্রিনে (Screen) অনেক নোংরা ধুলাবালি জমে। এই ধুলো স্ক্রিনের উজ্জ্বলতা কেড়ে নেয়। অনেক সময় আঙুলের ছাপও পড়ে যায় স্ক্রিনে। স্ক্রীন বন্ধ অবস্থায় এগুলি সাধারণত বেশি দেখা যায়। ল্যাপটপের স্ক্রিন অনেকেই পরিষ্কার করতে ভয় পান। তবে তা একদমই কঠিন কাজ নয়। ল্যাপটপের স্ক্রিন একদম নতুনের মতো ঝকঝকে রাখতে আপনাকে কী-কী করতে হবে তা জেনে নিন।

laptop cleaning tipss

মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করুন:

স্ক্রিন পরিষ্কার করার আগে ল্যাপটপ বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন। মাইক্রোফাইবার কাপড় খুব নরম হয়। তাই স্ক্রিন খারাপ হয়ে যাওয়ার চিন্তা নেই। আপনি যদি এর পরিবর্তে টি-শার্ট বা অন্য কোনও কাপড় দিয়ে স্ক্রিনটি মুছতে চান তাতেও হবে। তবে স্ক্রিন পরিষ্কার করতে টিস্যু পেপার ব্যবহার করবেন না। স্ক্রিন পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন এতে যেন স্ক্রিনে বেশি চাপ না পড়ে।

স্পঞ্জ দিয়ে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করুন:

একটি নতুন স্পঞ্জ হল স্ক্রিন পরিষ্কার করার সর্বোত্তম উপায়। স্পঞ্জটি হালকাভাবে ভিজিয়ে সবটুকু জল চেপে বের করে নিয়ে তা দিয়ে পরিষ্কার করুন। খেয়াল রাখবেন ল্যাপটপের কিবোর্ড-এ যেন একটুও জল না পড়ে।

একটি ডাস্টার ব্রাশ ব্যবহার করুন:

আপনার কাছে মাইক্রোফাইবার কাপড় বা স্পঞ্জ না থাকলে, একটি নরম ডাস্টার ব্রাশ কিনতে পারেন। এর সাহায্যে খুব সুন্দরভাবে ল্যাপটপ পরিস্কার করা যায়।

laptop clean

ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার সময় যে যে জিনিস মাথায় রাখবেন:

1) পর্দায় সরাসরি কোনও রকম তরল কিছু স্প্রে করবেন না।

2) অ্যামোনিয়া রয়েছে এমন কোনও তরলও ব্যবহার করা উচিত নয়। স্ক্রিন প্লাস্টিকের হলে তা সেই তরলের কারণে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে।

3) স্ক্রিন মুছতে কলের জল ব্যবহার করবেন না। এতে খনিজ উপাদান রয়েছে, যা স্ক্রিনে দাগ সৃষ্টি করতে পারে।

4) সার্কুলার মোশনে কখনই ল্যাপটপ মুছবেন না। দাগ হতে পারে।

5) মাসে অন্তত দু’বার ল্যাপটপ পরিষ্কার করুন। তাহলে পরিষ্কার করতে খুব পরিশ্রম করতে হবে না। এতে আপনার ল্যাপটপ একেবারে নতুনের মতো থাকবে।