এই গরমে কলকাতার ভিড় রাস্তায় যাতায়াত করছেন? নিজের গাড়ি থাকলে অতি অবশ্যই এসি থাকা প্রয়োজন। নাহলে ট্রাফিকের চাপে ব্যস্ত রাস্তায় গলদঘর্ম অবস্থা হবে আপনার। যেমন ভ্যাপসা গরম তেমনই রোদের তেজ। অসহনীয় এই পরিস্থিতিতে টেকা দায়। বাড়িতে থাকলে তবু নিস্তার রয়েছে। কিন্তু কর্মসূত্রে তো বাড়ির বাইরে বেরোতেই হবে। অতএব নিজের গাড়ি থাকলে এবং সেখানে এয়ার কন্ডিশনার থাকলে অতি অবশ্যই তার যত্ন নিন। কারণ এই গরমে গাড়ির এসি খারাপ হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। অনেকের হয়তো এর মধ্যেই এই গরমে গাড়ির এসি বিগড়ে গিয়েছে। তাই গাড়ির এসি কীভাবে সঠিক ভাবে সচল রাখবেন তা জেনে নিন। আপনার জন্য রইল কয়েকটি টিপস। সেগুলো অনুসরণ করলেই হবে মুশকিল আসান।
গাড়ির এসি ঠিক করে কাজ করছে না? এই গরমে গাড়ির এসি ঠিক ভাবে সচল রাখতে কী কী টিপস মেনে চলবেন দেখে নিন একনজরে-
১। ইলেকট্রনিক্স জিনিস থাকলে তার সঙ্গে সমস্যাও জড়িয়ে থাকবে। তবে এই গরমে যেহেতু গাড়ির এসি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় তাই ভালভাবে গাড়ির এয়ার কন্ডিশনারের দেখভাল করা প্রয়োজন। অতএব নিয়মিত গাড়ির এসির চেকআপ করানো উচিত। যে গ্যারাজে বা যেখানেই আপনি গাড়ির পরীক্ষা নিরীক্ষা করান সেখানে গিয়ে আর যাই করুন না কেন এসি- টা আগে ভালভাবে পরীক্ষা করিয়ে নিন।
২। গাড়ির এসি- র ক্ষেত্রে গ্যাস এবং জ্বালানীই আসল। অতএব নিয়মিত সময়ান্তরে তার পরিবর্তন প্রয়োজন। তাই অন্তত দু-মাস অন্তর অন্তর গাড়ির এসির গ্যাস এবং জ্বালানী পরিবর্তন করুন। এর ফলে গাড়ির এয়ার কন্ডিশনারের কন্ডিশন ভাল থাকবে। অর্থাৎ ঠিকভাবে কাজ করবে।
৩। গরমের সময় গাড়িতে থাকলে তো আপনি নিজের তাগিতেই এসি চালাবেন। কিন্তু যদি ধরুন অনেকদিন কারও গাড়ি ব্যবহার হচ্ছে না, তাঁরাও সপ্তাহে অন্তত একদিন ১০ মিনিটের জন্য এসি চালিয়ে রাখুন। এর ফলে এসির কম্প্রেশার ঠিক ভাবে কাজ করবে এবং এসির গ্যাসের প্রেশার ঠিক থাকবে।
৪। গাড়ির এসি চালানোর সময় খেয়াল রাখবেন যে ফ্যানের গতি যেন সর্বোচ্চ থাকে। এর পাশাপাশি এসির তাপমাত্রাও যেন নীচের দিকে থাকে সেটাও খেয়াল রাখতে হবে। গাড়ির এসির যত্ন নিলেই তা আপনাকে ভাল সার্ভিস দেবে।
৫। গাড়ির এসি চালু করার পর সবসময়ই ৫ থেকে ১০ মিনিট ডিফ্রস্ট মোডে রাখলে ভাল হয়। এর ফলে এসির মধ্যে থাকা ময়লা আংশিক ভাবে দূর হয়। নিয়মিত গাড়ির এসি পরিষ্কার রাখা প্রয়োজন। শীতকালেও গাড়ির এসি সচল রাখবেন। অনেকদিন গাড়ির এসি বন্ধ থাকলে তা খারাপ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।