Increase Laptop Speed : ল্যাপটপ অন হতে দেরি হচ্ছে? কাজ হচ্ছে শ্লো গতিতে? এই টিপসে মুশকিল আসান

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 16, 2023 | 12:50 PM

Laptop Tips: ল্যাপটপ স্লো হয়ে গেলে তার থেকে বিরক্তির আর কী হতে পারে। তবে এই নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনাকে এমন কিছু টিপস দেওয়া হবে, যার ফলে আপনি সহজেই আপনার ল্যাপটপের স্পিড বাড়িয়ে ফেলতে পারবেন।

Increase Laptop Speed : ল্যাপটপ অন হতে দেরি হচ্ছে? কাজ হচ্ছে শ্লো গতিতে? এই টিপসে মুশকিল আসান

Follow Us

Improve Laptop Speed: বর্তমানে গেম খেলা হোক বা অফিসের যে কোনও কাজ, ল্যাপটপের কোনও বিকল্প নেই। বলতে গেলে এটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আর বাড়ি থেকে কাজ হলেও সেই একমাত্র উপায় হল ল্যাপটপ। যদিও অনেকে ব্যক্তিগত ব্যবহারের জন্যও ল্যাপটপ ব্যবহার করেন। এই ধরুন একটি খুব দরকারি কাজ করছেন বা সিনেমা দেখছেন, ঠিক সেই সময়েই ল্যাপটপটি স্লো কাজ করতে শুরু করল। একটি ট্যাবও খুলছে না। ব্যস এর থেকে বিরক্তির আর কী হতে পারে। তবে এই নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনাকে এমন কিছু টিপস দেওয়া হবে, যার ফলে আপনি সহজেই আপনার ল্যাপটপের স্পিড বাড়িয়ে ফেলতে পারবেন।

উইন্ডোজ আপডেট ইনস্টল করুন:

মাইক্রোসফ্ট ক্রমাগত উইন্ডোজ ওএসের (Windows OS)-এর বিভিন্ন আপডেট আনে। বেশিরভাগ মানুষই সেটিকে উপেক্ষা করেন। তার একটি কারণ হল- আপডেটের জন্য বেশ অনেকটাই সময় দিতে হয়। আর দ্বিতীয় কারণ হল ডাউনলোডের জন্য অনেক ইন্টারনেটের প্রয়োজন হয়। তবে এমনটা করা একেবারেই ঠিক নয়। এতে Windows OS-এর আপডেট আসার পরেও আপনার ল্যাপটপে সেই আগের ভার্সনই থেকে যায়। ফলে ল্যাপটপ ধীরে কাজ করে।

সিকিউরিটি সার্ভিসের দিকে নজর দিন:

বিনামূল্যে অ্যান্টি-ভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার ব্যবহার করা ভুল নয়, তবে সেই সব অ্যাপগুলি যে সবসময় ঠিক কাজ করবে তাও নয়। অনেক কোম্পানি আছে যারা আপনাকে তাদের পেইড ভার্সনের অ্যান্টি-ভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার দেয়। সেগুলির দাম 150-500 টাকার মধ্যে। তবে অত দামি ল্যাপটপের জন্য একটি খরচা না হয় করেই নিলেন।

RAM খালি করুন:

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ল্যাপটপের RAM ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু আপনি সময় মতো তা খালি করেননি। এতে ল্যাপটপের RAM-এর উপরেও চাপ পড়ে। যা ল্যাপটপকে স্লো করে দেয়। তাই সময় মতো RAM খালি করার দিকে নজর দিতে হবে।

‘Reset’ করে দেখুন:

যখন কোনও কিছুতেই কাজ হচ্ছে না বলে মনে করছেন, তখন ল্যাপটিপটি একবার Reset করুন। তবে যে কোনও সিস্টেম রিসেট করলে তাতে উপস্থিত ডেটা এবং অ্যাপস মুছে যায়। এক মানে হল এতে যদি ভাইরাস/ম্যালওয়্যার ডেটা বা অ্যাপ থেকে থাকে, সেগুলি একাবারের জন্য মুছে যাবে। অর্থাৎ রিসেট করার পর আপনার ল্যাপটপটি একেবারে নতুনের মতো হয়ে যাবে।

সঠিকভাবে কম্পিউটার বন্ধ করুন:

অনেকেই এমন আছেন, যারা সঠিকভাবে কম্পিউটার বন্ধ করেন না। কাজ শেষ করেই স্লাইডটিকে নামিয়ে দিয়ে স্লিপিং মোডে রেখে দেন। আবার অনেকে সরাসরি পাওয়ার বোতাম টিপে ল্যাপটপ বন্ধ করে দেন। আচমকা পাওয়ার বাটন অফ করে দিলে সেই প্রোগ্রামগুলি সঠিকভাবে বন্ধ হয় না। আর এতেই ল্যাপটপ ধীরে ধীরে কাজ করা কমিয়ে দেয়। তাই সবসময় কাজ শেষ করে ঠিকভাবে ল্যাপটপ বন্ধ করবেন।

Next Article