Smart TV Buying Guide: এইচডি স্মার্ট টিভি কিনছেন? এই বিষয়গুলি সম্পর্কে না জানলে ঠকবেন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 16, 2023 | 10:27 AM

Smart TV Buying Tips: বর্তমানে বাজারে অনেক ধরনের স্মার্ট টিভি রয়েছে। কিন্তু আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে, কোনটি কিনলে আপনার জন্য একেবারে সঠিক হবে। তবে আপনার এই সমস্যার সমাধান করা হবে।

Smart TV Buying Guide: এইচডি স্মার্ট টিভি কিনছেন? এই বিষয়গুলি সম্পর্কে না জানলে ঠকবেন

Follow Us

Tech Tips: যে কোনও জিনিস কেনার আগে সব কিছু জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর তার উপর যদি তা অনেক দামের হয়। পকেটের টাকা খরচ করার আগে ভালভাবে একবার সব পরখ করে নেওয়াই উচিত। এই যেমন বর্তমানে বাজারে অনেক ধরনের স্মার্ট টিভি রয়েছে। কিন্তু আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে, কোনটি কিনলে আপনার জন্য একেবারে সঠিক হবে। আবার কেনার আগে কোন কোন জিনিস দেখে নেবেন, তাও বুঝে উঠতে পারছেন না। তবে আপনার এই সমস্যার সমাধান করা হবে। একটি স্মার্ট টিভি (Smart TV) কেনার সময় কালার ভলিউম, এইচডিআর, রিফ্রেশ রেট, এইচডিএমআই কানেকশন এবং এইচডিআর সম্পর্কে সব জেনে নিন, না হলে আফসোস করবেন।

ডিসপ্লের আকার দেখে নিন:

টিভি কেনার সময়, তার ডিসপ্লের আকার দেখে নেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ। এমনও হতে পারে যে আপনার পছন্দ হয়েছে একটি বড় মাপের টিভি। কিন্তু আপনার ঘরটি আকারে ছোট। সেক্ষেত্রে সেই বড় মাপের টিভিটি এড়িয়ে যাওয়াই ভাল। যদি ঘর বড় হয়, তবে আপনি একটি বড় টিভি কিনতেই পারেন। এছাড়াও, টিভির আকার আপনার বাড়ির লোকের সংখ্যার উপরও নির্ভর করে। যদি আপনার বাড়িতে বেশি লোক থাকে, তবে আপনার একটি বড় সাইজের টিভি নেওয়া উচিত। তবে সেক্ষেত্রেও আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোথায় টিভিটিকে ফিট করবেন। বাজারে 24-32 ইঞ্চি, 40-43 ইঞ্চি এবং 50-55 ইঞ্চি, এমন কী আরও বড় স্মার্ট টিভি পাওয়া যায়।

রেজল্যুশন চেক করুন:

স্মার্ট টিভি কেনার সময় রেজুলেশনের দিকে নজর দিতে হবে। রেজোলিউশন যত বেশি হবে ততই আপনার টিভির স্ক্রিন ঝকঝক করবে। বর্তমানে বাজারে 4K এবং FHD রেজোলিউশন সহ স্মার্ট টিভি পাওয়া যায়। বাজেট কম হলে ফুল এইচডি স্মার্ট টিভি কিনতে পারেন। আর বাজেট বেশি হলে 4K স্মার্ট টিভিই কেনা উচিত। 4K প্রযুক্তিতে 4096/2160 পিক্সেল দেওয়া হয়। আর FHD-এ 1920/1080 পিক্সেল থাকে। সেক্ষেত্রে 4K স্মার্ট টিভি কিনলে আপনি আপনার পছন্দ মতো সিনেমা-সিরিয়ালগুলি একেবারে কাচের মতো ঝকঝকে দেখতে পারবেন।

অ্যাপস এবং কানেকশনের সম্পর্কে জেনে নিন:

বর্তমানে বাজারে যে সব স্মার্ট টিভি রয়েছে, তার মধ্য়ে বেশিরভাগ টিভিতেই অ্যাপ ইনস্টল করা থাকে। তাই কেনার আগে একবার ভাল করে দেখে নেবেন, আপনার যে টিভিটি পছন্দ হয়েছে তাতে কী কী অ্যাপ দেওয়া আছে। যাতে কিনে আনার পরে কোনও আফসোস করতে না হয়। এছাড়াও, অ্যাপ স্টোর থেকে কতগুলি অ্যাপ ইনস্টল করা যাবে এবং কতগুলি অ্যাপ বিনামূল্যে পাবেন সমস্ত কিছু জেনে নিয়ে তবেই কিনবেন। কানেক্টিভিটির দিকেও নজর দেবেন। দেখে নেবেন কানেক্টিভিটির জন্য কয়টি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া স্মার্ট টিভি কেনার সময় র‍্যাম, রমের পাশাপাশি প্রসেসর ও অপারেটিং সিস্টেমের দিকেও নজর দেওয়া জরুরি।

Next Article