ডেস্কটপ বা ল্যাপটপের সাহায্যে কীভাবে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল করবেন? শিখে নিন কৌশল

ডেস্কটপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল করতে হলে, 'হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ' ইনস্টল করুন আপনার উইন্ডোজ বা ম্যাক- যুক্ত ডেস্কটপ বা ল্যাপটপে।

ডেস্কটপ বা ল্যাপটপের সাহায্যে কীভাবে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল করবেন? শিখে নিন কৌশল
ছবি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 1:30 PM

ফেসবুক অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপে সম্প্রতি একটি নতুন ফিচার চালু হয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে ভিডিয়ো এবং ভয়েস কল করতে পারবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানে ভিডিয়ো এবং ভয়েস কল করা সম্ভব। যদিও ওয়েব হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে এখনও ভিডিয়ো কলের পরিষেবা চালু হয়নি। তবে ইউজাররা চাম যে দ্রুত এই পরিষেবা হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে যুক্ত হোক। তাই এখন চলছে অপেক্ষা। ওয়েব হোয়াটসঅ্যাপে কবে ভিডিয়ো কল পরিষেবা যুক্ত হবে তা জানা যায়নি। কিন্তু আপাতত হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সান ডাউনলোড করে ভিডিয়ো কল করতে পারেন ইউজাররা। এক্ষেত্রে কেবল ডেস্কটপ বা ল্যাপটপে ‘হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ভার্সান’ ডাউনলোড থাকতে হবে।

হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপের ভিডিয়ো কল ফিচার সিম ছাড়াই উইন্ডোজ এবং ম্যাক, দুই ভার্সানে সমান ভাবে কাজ করতে পারে। এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানের ফাইল ডাউনলোড করে তা পিসি বা ডেস্কটপ কিংবা ল্যাপটপে ইনস্টল করতে হবে। এরপর নিজের ক্রেডেনশিয়াল অর্থাৎ ইউজারনেম, ফোন নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে লগ-ইন করতে হবে। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভিডিয়ো কল পরিষেবা কেবল উইন্ডোজ ১০- এর ৬৪ বিটা ভার্সান ১৯০৩ অথবা তার থেকে নতুন ভার্সান এবং macOS 10.13 বা তার থেকে নতুন ভার্সানে কাজ করবে। ইউজার মাত্র একজনকেই ভিডিয়ো কল করতে পারবেন। অর্থাৎ একই সময়ে একজনকেই কল করা সম্ভব। গ্রুপ ভিডিয়ো কলের সুবিধা পাবেন না ইউজাররা। তবে আগামী দিনে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিয়ো কল ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে।

উল্লেখ্য, পিসি- র মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল করতে হলে, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল করুন আপনার উইন্ডোজ বা ম্যাক- যুক্ত ডেস্কটপে। এবার নিজের ফোন থেকে কম্পিউটারে কিউআর কোড স্ক্যান করুন। তাহলেই ডেস্কটপে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে যাবে। এবার একটি চ্যাটবক্স খুলে উপরে ডানদিকের কোনে থাকা ভিডিয়ো কল আইকনে ক্লিক করলে ভিডিয়ো কল পরিষেবা চালু হবে। সফল ভাবে এই ভিডিয়ো কল করার জন্য প্রয়োজন সক্রিয় ইন্টারনেট পরিষেবা (হাই স্পিড ইন্টারনেট), ওয়েবক্যাম (ইনবিল্ট বা এক্সটারনাল) এবং অডিয়ো আউটপুট ডিভাইস ও মাইক্রোফোন।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘ভিউ ওয়ান্স’, চালু হয়েছে আইওএস এবং অ্যানড্রয়েড ভার্সানে